আরাফার দিনের দোয়া | Arafar Diner Doa | হজ ওমরা

আরাফার দিনের দোয়া | Arafar Diner Doa | হজ ওমরা

Arafar Diner Doa

আরাফায় অবস্থান কালে সর্বোত্তম দোয়া

لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ

বাংলা উচ্চরণ : (লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বদির)।


বাংলা অর্থ : আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। তিনি একক তার কোন অংশীদার নেই। সমস্ত রাজত্ব ও প্রশংসা কেবল তারই। তিনি সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান।

(তিরমিজী শরীফ, হাদীস নং-৩৪৬৮)


পাথর নিক্ষেপের পর দোয়া

اللَّهُمَّ اجْعَلْهُ حَجًا مَبْرُورًا وَذَنْبًا مَغْفُورًا.

বাংলা উচ্চারণ : (আল্লাহুম্মাজ আ’লহু হাজ্জান মাবরু-রান ওয়া জামবান মাফুরান)।

বাংলা অর্থ : হে আল্লাহ! তুমি এই হজ্জকে মকবুল হজ্জ বানিয়ে দাও এবং আমার সকল গুনাহ মাফ করে দাও ।

(তবরানী শরীফ, হাদীস নং-৮৮১,মুসনাদে আহমাদ, হাদীস নং- ৪০৫৯)

আরো পড়ুন >> উমরা করার নিয়ম ও দোয়া

আরো পড়ুন>> মদিনা ও নবীজীর রওজা জিয়ারতের ফজিলত, নিয়ম ও দোয়া 


মহান আল্লাহ্ রাব্বুল আ’লামীন আমাদেরকে পবিত্র কা’বা ঘরের তাওয়াফ এবং মদীনা শরীফের রওযা মুবারক যিয়ারত করার তৌফিক দান করুন।

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply