তোমার নামে তোমার গানে লিরিক্স গজল | Tomar name Tomar gane | Islamic Bangla songs
তােমার নামে তােমার গানে
পিক পাপিয়া সুর তােলে
তােমার প্রেমে নদীর জলে
বাঁধন হারা ঢেউ দোলে
পিক পাপিয়া সুর তােলে
তােমার প্রেমে নদীর জলে
বাঁধন হারা ঢেউ দোলে
সূর্য্যি মামা রাঙ্গায় ভুবন
মিষ্টি রােদের চুম দিয়ে
জেগে উঠে ভােরের পাখি
সেই সে খােদার নাম নিয়ে
তােমার প্রেমের কলরবে
যায় হৃদয়ের দ্বার খুলে
আকাশ ভরা তারার মেলা
জ্যোৎস্না রাতের হাতছানি
বয়ে চলে ভেজা বাতাস
ছুয়ে যায় এ অধর খানি
তােমার নামের শান্তিনীড়ে
সব বিরহ যায় ভুলে
আরো বাংলা লিরিক্স গজল- দু’দিনের দুনিয়াটা লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।