রমজানের নতুন গজল | Nekir Bahar Lyrics By Abu Rayhan | Ramadan Song Kalarab
লিরিক্সঃ
নেকি নেকি নেকির বাহার
নিয়ে এলো রমাদান
পবিএতায় সাজবে সবাই
হাসবে দিল আর আসমান
নেকি নেকি নেকির বাহার
নিয়ে এলো রমাদান
পবিএতায় সাজবে সবাই
হাসবে দিল আর আসমান
তাকওয়াবান রাখবে রোজা
হালকা হবে পাপের বোঝা
শীতল হাওয়ায় বাজবে গানে
তিলাওয়াত কোরআন
শাহরু রমাদান মাহে রমাদান
রমাদান রমাদান রমাদান
রমাদান রমাদান রমাদান
রমাদান রমাদান রমাদান
পাপীর দিল হবে কোমল
ঝরবে কথায় ফুল
আমল গাছে নতুন নতুন
ফুটবে যে মুকুল
পাপীর দিল হবে কোমল
ঝরবে কথায় ফুল
আমল গাছে নতুন নতুন
ফুটবে যে মুকুল
পাল্লা হবে ভালো কাজের
বদলে যাবে রং সমাজের
চারিদিকে বইবে শুধু রহমতেরি বান
শাহরু রমাদান মাহে রমাদান
রমাদান রমাদান রমাদান
রমাদান রমাদান রমাদান
রমাদান রমাদান রমাদান
আজান হলে ছুটবে মুমিন
মসজিদেরি পানে
করবোনা আর নাফরমানি
বলবে ক্ষমার গানে
আজান হলে ছুটবে মুমিন
মসজিদেরি পানে
করবোনা আর নাফরমানি
বলবে ক্ষমার গানে
কমে যাবে রেশারেশি
বাড়বে ভালোবাসাবাসি
শুকরিয়াতে গাইবে গজল
আল্লাহ তায়ালার শান
শাহরু রমাদান মাহে রমাদান
রমাদান রমাদান রমাদান
রমাদান রমাদান রমাদান
রমাদান রমাদান রমাদান
শাহরু রমাদান মাহে রমাদান
রমাদান রমাদান রমাদান
রমাদান রমাদান রমাদান
রমাদান রমাদান রমাদান
আরো বাংলা লিরিক্স গজল- পার যদি এই জীবনটারে রমজানের গজল
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।