ইসলামীক জানা অজানা কিছু প্রশ্নের উত্তর | islamic knowledge | islamic post

ইসলামীক জানা অজানা কিছু প্রশ্নের উত্তর | islamic knowledge

dhadha

islamic post

ইসলামীক জানা অজানা কিছু প্রশ্নের উত্তর | islamic knowledge | islamic post

প্রশ্নঃ সুন্নাতে খাতনার সূচনা কোন নবী থেকে শুরু হয় ? তাকে কে খাতনা করেন এবং কিভাবে?

উত্তর : খাতনার সুন্নত চালু হয় হজরত ইবরামি (আঃ) থেকে। তিনি নিজেই কুঠার দ্বারা নিজে খাতনা করেছিলেন।


প্রশ্ন: খাতনা অবস্থায় কতজন নবী জন্ম গ্রহণ করছিলেন?

উত্তর: খাতনা অবস্থায় ১৪ জন নবী জন্ম গ্রহণ করেন । তারা হলো-

১. হযরত আদম (আঃ), 

২. হযরত শিষ (আঃ)

৩. হযরত ইদরিস (আঃ)

8. হযরত নূহ (আঃ)

৫. হযরত লুত (আঃ)

৬. হযরত ইউসুফ (আঃ)

৭. হযরত মুসা (আঃ)

৮. হযরত শুয়াইব (আঃ)

৯. হযরত সুলাইমান (আঃ)

১০. হযরত ঈসা (আঃ)

১১. হযরত ইয়াহইয়া (আঃ)

১২. হযরত সালেহ (আঃ)

১৩. হযরত হুদ (আঃ)

১৪. হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)

আরো পড়ুন>> কোরআনে বর্ণিত আদম আ. এর ইতিহাস


প্রশ্ন: রাসূল সা. এর কোন সাহাবী দাজ্জালকে দেখেছেন?

উত্তর: হযরত তামিমে দারি (রাঃ)


প্রশ্ন: কতজন বাদশাহ সমগ্র পৃথিবীতে শাসন করেছিলেন?

উত্তর: চার জন বাদশাহ। তাদের ২ জন ছিল মুসলিম এবং ২ জন কাফের।


প্রশ্ন: কোন ভাগ্যবান ব্যক্তি খতিবে রাসূল (সাঃ) উপাধি পেয়েছিলেন।

উত্তর: হযরত ছাবেত ইবনে কায়েস (রাঃ)।


প্রশ্ন: জান্নাতে হুজুর (সাঃ) এর শাদী মোবারক দুনিয়ার কোন কোন মহিলার সাথে হবে।

উত্তর: তিনজনের সাথে যথা:

১। মরিয়ম বিনতে ইমরান।

২। হযরত আসিয়া, ফিরাউনে স্ত্রী।

৩। কুলসুম হযরত, মুসা (আঃ) এর বোন।


আরো পড়ুন>> কোনআনে বর্ণিত ঈসা নবীর ইতিহাস 


প্রশ্ন: হযরত ইয়াকুব (আঃ) এর আসল নাম কি ?

উত্তর: ইস্রাফিল।


প্রশ্ন: দিল্লির একমাত্র মহিলা সুলতানা কে ছিলেন?

উত্তর: সুলতানা রাজিয়া । 

প্রশ্নঃ পবিত্র কুরআনে কোন জিনিসকে রোগমুক্তির মাধ্যম বলে আখ্যায়িত করা হয়েছে?

উত্তর: মধু কে রোগ মুক্তির মাধ্যম বলে আখ্যায়িত করা হয়েছে।


প্রশ্ন: এমন নবী কতজন যারা এখনও জীবিত আছেন?

উত্তর: চার জন নবী এখনও সাধারণ নিয়মে ইনতেকাল করেননি।

তার হলেন-

১। হযরত ঈসা (আঃ)

২। হযরত ইদরিস (আঃ)

৩। হযরত ইলিয়াস (আঃ)

৪ । হযরত খিযির (আঃ) অবশ্য খিজির(আঃ) নবী হওয়ার ব্যাপারে মতবিরোধ আছে।


আরো পড়ুন>>  কোরআনে বর্ণিত নূহ নবীর ইতিহাস


প্রশ্নঃ ক্রুসেড কি? কত সালে প্রথম ক্রুসেড আরম্ভ হয়েছিল?

উত্তর: খ্রিস্টান গোষ্ঠী জেরুজালেম দখল করার সময় মুসলামানদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেন ইতিহাসে তা ক্রুসেড নামে পরিচিত। প্রথম ক্রুসেড আরম্ভ হয়েছিলো ১০৯৭ খৃষ্টাব্দে।


প্রশ্নঃ হযরত জিবরাইল (আঃ) বেশির ভাগ সময় কোন সাহাবির আকৃতিতে প্রিয় নবী (সাঃ) এর নিকটে আসতেন? সে সাহারির নাম কি? তিনি কত সালে জন্ম গ্রহণ করেন।

উত্তর: হযরত জিবরাইল (আঃ) বেশির ভাগ সময় হযরত দাহিয়াতুল কালবি (রাঃ) এর আকৃতিতে প্রিয় নবীর (সাঃ) নিকটে আসেতন। তিনি ৫৮১ খৃষ্টাব্দ মতান্তরে ৫৮৮ খৃষ্টাব্দে জন্ম গ্রহণ করেন।



প্রশ্ন : সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে? তিনি কতটি হাদিস বর্ণনা করেন?

উত্তর: সর্বাধিক হাদিস বর্ণনাকারি সাহাবী হলেন হযরত আবু হোরায়রা (রাঃ) তিনি ৫,৩৭৪ টি বর্ণনা করেন ।


প্রশ্ন : পবিত্র কুরআনে হরফে সংখ্যা কত?

উত্তর: পবিত্র কুরআনে হরফের সংখ্যা ৩,২২,৬৭১টি।

আরো পড়ুন>> কোরআনে বর্ণিত আদ জাতির ঘটনা


প্রশ্ন : কে সর্বপ্রথম হিজরি সনের সূচনা করেন এবং তা কোনো ঘটনার ভিত্তিতে?

উত্তর: মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) হিজরি সনের সূচনা করেন । প্রিয়ন নবীর (সাঃ) মক্কা থেকে মদীনার হিজরতে ভিত্তিতে।


প্রশ্ন : কোনো সাহাবিকে বিড়ালের পিতা বলা হতো এবং কেন? তার প্রকৃত নাম কি?

উত্তর: প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হোরায়রা (রা) কে আবু হোরায়রা বা বিড়ালের পিতা বলা হতো। বিড়ালকে অধিক ভালোবাসার কারণে প্রিয় নবী (সঃ) তাকে আদর করে এক দিন আবু হোরায়রা বা বিড়ালের পিতা বলে ডাকেন। এরপর থেকেই তিনি আবু হোরায়রা হিসেবে পরিচিত হয়ে যান তার প্রকৃত নাম আঃ রহমান কারো মতে আবদুল্লাহ ।


প্রশ্ন : লা-ইলাহাইল্লাল্লাহ্ এ বাক্যটি পবিত্র কুরআনে কতো বার এসেছে? 

উত্তর: পবিত্র কুরআনে লাইলাহা ইল্লাল্লাহ শব্দটি ১২ বার এসেছে।


প্রশ্নঃ পৃথিবীর ইতিহাসে সর্ব প্রথম ভূমিকম্প হয় কখন?

উত্তর: হযরত আদম (আঃ) এর ছেলে কাবিল, হাবিলকে হত্যার করার মূহুতে সর্ব প্রথম ভূমিকম্প হয়।


প্রশ্ন : কে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবী সফর করেছিলেন? যার নাম পবিত্র কুরআনে উল্লেখ আছে।

উত্তর: বাদশাহ ইসকান্দর, উপাধী- জুলকারনাইন।

প্রশ্ন : হযরত ইউসুফ (আঃ) কতো বছর কতো মাস কত দিন কত ঘন্টা কারাগারে ছিলেন?

উত্তর: হযরত ইউসুফ (আঃ) দীর্ঘ সাত বছর, সাত মাস, সাত দিন সাত ঘন্টা কারাগারে ছিলেন।


প্রশ্ন : ইসলামের ইতহাসে সর্ব প্রথম পুলিশ বাহিনী কে তৈরী করেন?

উত্তর : ইসলামের ইতিহাসে সর্ব প্রথম পুলিশ বাহিনী তৈরী করেন মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা হযরত ওসমান (রাঃ)।


প্রশ্ন : এমন মনীষী কে যিনি পানির নিচে থেকে লক্ষাধিক জনগণের বাদশাহ ছিলেন? এবং সেখানে বহুদূর দেশ সফর করে ছিলেন?

উত্তর: হযরত খিজির (আঃ)।

প্রশ্ন : আসহাবে কাহাফের সংখ্যা কত এবং তাদের নাম কি কি?

উত্তর: তারা ছিলেন ৭ জন যথা:-

১. মুকসাল মিনা, ২. তামলিখা ।

৩. মারতুনুস, 8. সনুনুস ।

৫. সারিনুতুস, ৬. যুন ওয়াস্ ।

৭. কারাস্তারিত মুসূস।

আরো পড়ুন>> কোরআনে বর্ণিত ইব্রাহিম আ. এর ঘটনা 


প্রশ্ন : হযরত বিবি রহিমা (রাঃ) কত বছর কত মাস কত দিন কত ঘন্ট পর্যন্ত হযরত আইয়ূব (আঃ) এর খেদমত করে ছিলেন?

উত্তর: বিবি রহিমা একাধারে সাত বছর সাত মাস সাত দিন সাত ঘন্টা হযরত আইয়ুব (আঃ) এর সেবা করে ছিলেন।


( সংকলন: মুফতী, হেদায়েতুল্লাহ কারিমী)

***ভালো লাগলে অবশ্যই লাইক ও ফলো করে আমাদের সাথে থাকুন এবং  আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।

Leave a Reply