বাঁশের পালকি চইড়া মাগো গজল লিরিক্স | Basher Palki Choira Mago Lyrics | মায়ের গজল
লিরিক্স:
বাঁশের পালকি চইড়া মাগো ও মা…
যাও যে কোথায় চলে
কোথায় আবার ঘর বানাইলা
যাও না আমায় বলে
মাগো যাও না আমায় বলে
বুকে বড় স্বপ্ন ছিলো
থাকবো তোমার সাথে
তোমার পাশেই কাটবে সময়
সকাল দুপুর রাতে
হে দয়াময় আমার মাকে
জান্নাতে নাও তুলে
তুমি ছাড়া কেমনে থাকি
একলা শূন্য ঘরে
কেউ তো আর ভালোবাসে না আর
এই পৃথিবীর পরে
একটুখানি কওনা কথা… ও মা…
ভাসি নয়ন জলে
বাঁশের পালকি চইড়া মাগো ও মা…
যাও যে কোথায় চলে
কোথায় আবার ঘর বানাইলা
যাও না আমায় বলে
মাগো যাও না আমায় বলে
বুকে বড় স্বপ্ন ছিলো
থাকবো তোমার সাথে
তোমার পাশেই কাটবে সময়
সকাল দুপুর রাতে
হে দয়াময় আমার মাকে
জান্নাতে নাও তুলে
তুমি ছাড়া কেমনে থাকি
একলা শূন্য ঘরে
কেউ তো আর ভালোবাসে না আর
এই পৃথিবীর পরে
একটুখানি কওনা কথা… ও মা…
ভাসি নয়ন জলে
আরো বাংলা লিরিক্স গজল- রোজার মাসে হৃদয় হাসে গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।