২৪ টি ইসলামিক স্ট্যাটাস ছবি সহ | islamic status bangla | islamic quotes bangla

২৪ টি ইসলামিক স্ট্যাটাস ছবি সহ | islamic status bangla | islamic quotes bangla

 

 হযরত সুলায়মানের (আঃ) অমূল্য বাণী

***) অধিক সম্পদের পিছনে ছুটাছুটি করো না । তোমার উদরে যতটুকু সংকুলান হয়, তার বেশী তোমার পক্ষে খাওয়া সম্ভব নয়। স্বাভাবিক জীবনযাত্রার জন্য যতটুকু প্রয়োজন এর বেশী আহরণ করতে গিয়ে শুধু মানসিক শান্তিই বিনষ্ট হয়, অর্জিত সম্পদ আহরণকারীর কোন কাজে আসে না ।

ইসলামিক স্ট্যাটাস পিকচার

 

 * মানুষের চালচলন যখন আল্লাহর সন্তুষ্টির পথে শুরু হয়, তখন শত্রুরাও তার বন্ধুতে পরিণত হয়ে যায়।

***) অন্যের বিপদ দেখে যে পুলক অনুভব করে, সে পাপী ছাড়া আর কিছু নয়। ঝগড়া-বিরোধ তীব্রতর হওয়ার আগেই মিটিয়ে ফেল অথবা একতরফাভাবে হলেও বিরত হও।

***) মনের মধ্যে যার কুটিলতা লুকিয়ে থাকে, সে কখনও কল্যাণের ভাগী হয় না। যে ব্যক্তি সব সময় অন্যের সমালোচনা করে তার জন্য পদে পদেই বিপদ অপেক্ষা করতে থাকে।

 

ইসলামিক স্ট্যাটাস পিকচার


* আল্লাহ নামের তসবীহ একটি সুরক্ষিত দুর্গবিশেষ।  সত্যাশ্রয়ীরা তাতে স্বাচ্ছন্দ্যে শান্তিতে বিচরণ করে থাকে ।

***) জ্ঞানীরা স্বল্পভাষী, স্নিগ্ধ মেযাজ এবং প্রখর বুদ্ধিসম্পন্ন হয়ে থাকেন। অপরদিকে আহম্মকও যতক্ষণ কথা না বলে, ততক্ষণ তাকে জ্ঞানী বলেই মনে হয় ।

***) প্রাচুর্য অনেক বন্ধু সৃষ্টি করে। অভাবে পতিত হলে অনেক আপনও পর হয়ে যায়। বিপদগ্রস্ত ব্যক্তিকে আপন ভাইও ঘৃণা করতে শুরু করে। ধনবানরা অনাহুত বন্ধুদের সংস্রব থেকে দূরে সরার চেষ্টা করেও ব্যর্থ হয়। তোষামোদের পথ ধরে হলেও ওরা স্ব স্ব আসন করেই নেয় ।

 

ইসলামিক স্ট্যাটাস পিকচার

 

* কোন মিসকীনকে দেখে যখন কেউ উপহাস করে তখন প্রকারান্তরে সে এর সৃষ্টিকর্তাকেই ক্ষুদ্র করে থাকে।

***) সম্পদের প্রাচুর্য এবং উত্তম বাসস্থান প্রায়শঃ উত্তরাধিকার সূত্রেও পাওয়া যায় । কিন্তু বুদ্ধিমতী স্ত্রীভাগ্য কেবলমাত্র আল্লাহর বিশেষ অনুগ্রহেই সম্ভব হয়ে থাকে ।

***) বিবাদ-বিসম্বাদ থেকে দূরে থাকাই সম্মান রক্ষার প্রকৃষ্ট উপায়, একমাত্র বুদ্ধিহীনেরাই ঝগড়া জিইয়ে রাখে।

 

islamic quotes

 

* ধোঁকা দিয়ে অর্জিত রুটি প্রথমে মিষ্ট মনে হয়ে থাকে, কিন্তু পরিণামে সে রুটি পাথরকণায় পরিণত হতে দেখা যায় ।

***) যে ব্যক্তি মিসকীনের আহাজারি শুনেও কানে আঙ্গুল দিয়ে রাখে, একদিন না একদিন তাকেও ক্রন্দন করতে হবে এবং অন্যের কানে তা প্রবেশ করবে না ।

***) বিচক্ষণ লোকেরা বিপদাপদের অগ্রিম গন্ধ পায় এবং তা থেকে আত্মরক্ষার চেষ্টা করে। নাদানেরা স্বেচ্ছায় বিপদের দিকে এগিয়ে আসে এবং তাতে পতিত হওয়ার পথ অনেক সময় নিজের হাতেই রচনা করে থাকে।

 

islamic quotes

 

* অপ্রত্যাশিত প্রাপ্তি অনেক সময় দারুণ অনুশোচনার কারণ হয়ে থাকে ।

***) ধনীরা যেমন গরীবের উপর প্রাধান্য বিস্তার করে ফেলে, তেমনি ঋণীব্যক্তি ঋণদাতার ভৃত্যে পরিণত হয়ে যায়।

***) কুটিল চরিত্রের লোকেরা সাধারণ মানুষের সমাজে কাঁটা হয়ে অবস্থান করে । এদের সংস্রব এড়িয়ে চলাই নিরাপদ থাকার প্রধান উপায় ।

 

islamic quotes

 

* সততা ও ন্যায়পরায়ণতা আল্লাহর রাহে কোরবানী করার চাইতেও অনেক বেশী পুণ্যের কাজ ।

***) শিশুর মনে ভালমন্দ কোন জ্ঞানই থাকে না । উপযুক্ত শিক্ষার পরশবঞ্চিত থাকলে ধীরে ধীরে মূর্খতার অন্ধকার এসে তাতে বাসা বাঁধতে থাকে ।

***) সন্তানদের সুশিক্ষা দিতে আলস্য করো না। তোমার শাসনের বেত্রাঘাতে তার জীবনপাত হবে না । তবে সামান্য আঘাতে তার জীবনের মোড় জাহান্নামের দিক থেকে জান্নাতের প্রতি ফিরে যেতে পারে।

 

islamic quotes


* নির্বোধ লোককে উপদেশ দিলে তার ফল বিপরীত হয় ।

***) সত্যাশ্রয়ী ব্যক্তি সাতবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে সক্ষম হয়। কিন্তু কপট দুষ্টমতি একবার পড়ে গেলে আর উঠে দাঁড়াতে সক্ষম হয় না ।

***) আহম্মককে দৌত্যকার্যে নিয়োজিত করা নিজহাতে নিজের পায়ে কুঠারাঘাত করার চাইতেও বিপজ্জনক কাজ ।

 

islamic quotes

 

*  মুর্খের পেটে কোন কথাই হজম হতে চায় না; জ্ঞানীরাই কেবল মনের কথা গোপন রাখতে সক্ষম হয়।

***) আল্লাহ তায়ালার প্রতিটি আশ্বাস-অঙ্গীকার অবশ্যই পূর্ণ হয়ে থাকে, যারা এ প্রত্যয় নিয়ে তাওয়াক্কুল করতে পারে, তারা কখনও বিপন্ন হয় না ৷

 

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply