সূরা কুরাইশ আরবি বাংলা উচ্চারন ও অর্থ | Sura Kuraish mp3
সূরা কুরাইশ অডিও mp3
সূরা কুরাইশ আরবি
(কুরায়েশ বংশ, কা’বার তত্ত্বাবধায়কগণ) সূরা-১০৬, মাক্কী:
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
لايلفِ قريش * الفِهِمْ رِحْلَةَ الشتَاءِ وَالصَّيْفِ * فَلْيَعْبُدُوا رَبَّ هذَا الْبَيْتِ * الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعِ وَأَمَنَهُمْ مِنْ خَوْفٍ
সূরা কুরাইশ বাংলা উচ্চারণ
উচ্চারণ :
(১) লি ঈলা-ফি কুরইশ
(২) ঈলা-ফিহিম রিহলাতাশ শিতা-ই ওয়াছ ছইফ
(৩) ফাল ইয়াঅ’বুদূ রব্বা হা-যাল বাইত
(৪) আল্লাযী আত্ব‘আমাহুম মিন জু’; ওয়া আ-মানাহুম মিন খওফ।
সূরা কুরাইশ বাংলা অনুবাদ
অনুবাদ :
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্র নামে (শুরু করছি)
(১) কুরায়েশদের আসক্তির কারণে
(২) আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের
(৩) অতএব তারা যেন ইবাদত করে এই গৃহের মালিকের
(৪) যিনি তাদেরকে ক্ষুধায় অন্ন দান করেছেন এবং ভীতি হ’তে নিরাপদ করেছেন।
[শীতকালে ইয়ামনে ও গ্রীষ্মকালে সিরিয়ায় ব্যবসায়িক সফরের উপরেই কুরায়েশদের জীবিকা নির্ভর করত। বায়তুল্লাহ্র খাদেম হওয়ার কারণে সারা আরবে তারা সম্মানিত ছিল। সেকারণ তাদের কাফেলা সর্বদা নিরাপদ থাকত।]
আরো পড়ুন>> সূরা মাউন বাংলা উচ্চারণ ও অর্থ
*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/