জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল ও ফযীলত | 10 Diner Amol – rihulislam

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল ও ফযীলত | 10 Diner Amol – rihulislam

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল ও ফযীলত

 

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফযীলত

যিলহজ মাসের প্রথম ১০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনে কারীমে সূরা ফজর-এ আল্লাহ তাআলা যিলহজ মাসের দশরাত্রির কসম করে ইরশাদ করেন: “শপথ ফজরের ও শপথ দশরাত্রির।” এর দ্বারা যিলহজ মাসের প্রথম দশদিনের ফযীলত বুঝিয়েছেন।

 

জিলহ্জ্জ মাসের রোজা কয়টি?

আরাফার দিন/৯ তারিখের রোজার ফজিলত

রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন:

مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِن عَشَرِ ذِي الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ كُلَّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ لَا سِيِّمَا صُوْمُ عَرْفَةً الَّتِي قَالَ فِيْهَا عَلَيْهِ الصَّلوةُ وَالسَّلَامُ صَوْمُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ (سنن الترمذى، الصوم ماجاء في العمل في أيام العشر،

 

“আল্লাহ তাআলার নিকট যিলহজ মাসের প্রথম দশদিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নেই। এর প্রতিদিনের রোযা এক বছরের রমাযানের সমতুল্য। আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। বিশেষভাবে ৯ তারিখ আরাফার রোযা। আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি, আরাফার দিবসে রোযা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ মাফ করে দেবেন।”

 

জিলহজ মাসের আমল

উক্ত আয়াত ও হাদীছের আলোকে আমাদের করণীয় হলো, এ যিলহজ মাসের প্রথম দশদিন যথাসাধ্য নফল রোযা রাখা এবং রাত জেগে ইবাদত- বন্দেগী করা । আল্লাহ তাআলা আমাদেরকে এ মহান মাসের হক অনুযায়ী আমল করার তাওফীক্ব দান করুন! আমীন!

আরো পড়ুন >>  নেককার স্ত্রী ও সন্তান হওয়ার দোয়া

 

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply