ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া | ghore probes o ber hobar doa

ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া | ghore probes o ber hobar doa

ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া

ঘরে প্রবেশের দোয়া

ঘরে প্রবেশের দোয়া আরবি –

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ   اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا 

ঘরে প্রবেশের দোয়া বাংলা –

(আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা খইরাল মাওলিজি ওয়া খইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খরাজনা, ওয়া আ’লাল্লাহি রব্বিনা তা-ওয়াক্কালনা) ।

ঘরে প্রবেশের দোয়া বাংলা অর্থ –

হে আল্লাহ! আমি তোমার নিকট কল্যাণকর প্রবেশ এবং কল্যাণকর বহির্গমন প্রার্থনা করছি। আমরা আল্লাহর নামে প্রবেশ করলাম এবং আমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করলাম। (আবু দাউদ শরীফ, হাদীস নং- ৫০৯৬)

 

ঘর থেকে বের হওয়ার দোয়া

ঘর থেকে বের হওয়ার দোয়া আরবি –

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ 

ঘর থেকে বের হওয়ার দোয়া বাংলা –

 (বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহি)।

ঘর থেকে বের হওয়ার দোয়া বাংলা অর্থ –

মহান আল্লাহ তা’য়ালার নাম নিয়ে তারই প্রতি ভরসা করে বের হলাম এবং আল্লাহ তা’য়ালার অনুগ্রহ ব্যতীত কোন ভালো কাজ করার ও খারাপ কাজ থেকে বাঁচার শক্তি সামর্থ্য কারো নেই। (আবু দাউদ শরীফ, হাদীস নং- ৫০৯৫)

 

আরো পড়ুন >> টয়লেটে যাওয়ার ও আসার দোয়া

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply