Ogo Mor Peyara Nobi Lyrics | ওগো মোর পেয়ারা নবী গজল লিরিক্স | বাংলা গজল লিরক

Ogo Mor Peyara Nobi Lyrics | ওগো মোর পেয়ারা নবী গজল লিরিক্স | বাংলা গজল লিরক

Ogo Mor Peyara Nobi Lyrics

Ogo Mor Peyara Nobi Lyrics ওগো মোর পেয়ারা নবী গজল লিরিক্স

ওগো মোর পেয়ারা নবী
তুমি যে সৃষ্টির সবই
তুমি মাহবুবে খোদা শাহে দু জাহান (2)
 
আমার ইমান
আমার দ্বীন
আমার জান (2)
 
তোমারই নূর হতে
এসেছে প্রাণ যাতে
ভালোবাসা যে তাতে (2)
 
ইয়া নবি তবু কাছে পাইবে সে প্রান (2)
 
আমার ইমান
আমার দ্বীন
আমার জান (2)
 
ভাল যে বাস তুমি
মরণে পাশে তুমি
কবরে আস তুমি (2)
 
তোমারই ভালবাসা মুমিনের ই মান (2)
 
আমার ইমান
আমার দ্বীন
আমার জান (2)
 
ওগো মোর পেয়ারা নবি
তুমি যে সৃষ্টির সবই
তুমি মাহবুবে খোদা শাহে দু জাহান (2)
 
আমার ইমান
আমার দ্বীন
আমার জান (2)

আরো বাংলা লিরিক্স>> হে রাসুল বুঝি না আমি

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply