O Nodire Tui Vangli Amar Ghor Lyrics | ও নদীরে তুই ভাংলি আমার ঘর গজল লিরিক্স

O Nodire Tui Vangli Amar Ghor Lyrics | ও নদীরে তুই ভাংলি আমার ঘর গজল লিরিক্স

নদীরে তুই ভাংলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর
সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে 
করতাম কতগুনো গান তোর
ভাংলি আমার ঘর, তুই করলি আমায় পর
 
তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল ঘর
ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর
 
ভাবলিনা তুই আমার কথায় হায়,
অশ্রু এসে দুচোখ ভরে যায়
আমিতো ভাবিনি তোকে পড়,
বাঙালি আমার ঘর,তুই করলি আমায় পর
 
ও নদীরে তুই ভাংলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর
 
আপন বলে ভেবে ছিলাম, আসুক যত ঝড়,
তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর
 
কিন্তু এমন করলি কেন বল,
আমার সাথে করলি বড় ছল
আমি তো ভাবিনি তোকে পর,
বাঙালি আমার ঘর, তুই করলি আমায় পর
 
ও নদীরে তুই ভাংলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর
সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে 
করতাম কতগুনো গান তোর
ভাংগি আমার ঘর, তুই করলি আমায় পর
ভাংগি আমার ঘর, তুই করলি আমায় পর
 

আরো গজল লিরিক্স>> জিকির গজল বাংলা লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply