কাবা শরীফ দেখার পর যে দোয়া করাতে হয় | Kaba ghor dekhar doya | হজ ও ওমরা

কাবা শরীফ দেখার পর যে দোয়া করাতে হয় | Kaba ghor dekhar doya | হজ ও ওমরা

কাবা শরীফ দেখার দোয়া:-

اللَّهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَشْرِيْفًا وَتَعْظِيمًا وَتَكْرِيمًا وَمَهَابَةً وَزِدْ مَنْ شَرَّفَهُ وَكَرَمَهُ مِمَّنْ حَجَّهُ وَاعْتَمَرَهُ تَشْرِيْفًا وَتَكْرِيمًا وَتَعْظِيمًا وَبِدًّا.

কাবা ঘর দেখার পর দোয়ার বাংলা উচ্চারণ:-

(আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরিফান ওয়া তা’জিমান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান। ওয়া জিদ মান শার-রাফাহু ওয়া কার-রামাহু মিম্মান হাজ্জাহু ওয়া’তামারাহু তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তা’জিমান ওয়া বির-রান)।

 

দোয়ার বাংলা অর্থ :-

হে আল্লাহ! তোমার এ গৃহের সম্মান-মর্যাদা ও প্রভাব বৃদ্ধি করে দাও ৷ এবং হজ্জ ও ওমরাকারীদের মধ্যে যারা এ গৃহের তা’যীম ও সম্মান করে, তাদের মান-মর্যাদা, গুরুত্ব ও সওয়াব বৃদ্ধি করে দাও। (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ- হাদীস নং ২৯৬২৪)

 

আরো পড়ুন>> ওমরা করার নিয়ম ও দোয়া

আল্লাহ আমাদের সকলকে হজ্জ ও ওমরা করার তৌফিক দান করুন।

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply