হার মোমিনের জান নবী কামলিওয়ালা রে লিরিক্স | Amar Antor Jure Royeche Vore | বাংলা গজল লিরিক্স
আমার অন্তর জুড়ে রয়েছে ভরে
হার মোমিনের জান নবী কামলিওয়ালারে
সে মোর ঈমানেরী মূল বাগে তৌহিদেরী ফুল
যার ওসিলায় মাফ হয়ে যায় হাজার গোনাহ রেনবীর ছবি আঁকি আমি নয়নতারায়
মোনাজাতে তাইতো কেঁদে তারি দিদার চায়
চাইনা আমি কিছু ওরে শুধু চাই তারে
দোজাহানের নবী আমার মুক্তিদাতারে
হার মোমিনের জান নবী কামলিওয়ালারে
সে মোর ঈমানেরী মূল বাগে তৌহিদেরী ফুল
যার ওসিলায় মাফ হয়ে যায় হাজার গোনাহ রেনবীর ছবি আঁকি আমি নয়নতারায়
মোনাজাতে তাইতো কেঁদে তারি দিদার চায়
চাইনা আমি কিছু ওরে শুধু চাই তারে
দোজাহানের নবী আমার মুক্তিদাতারে
দিবানিশি তাইতো জপি আমি নবীর নাম
যদি আমি হতে পারি নবীজির গোলাম
তরী আমার পৌঁছে যাবে জানি কিনারে
জিয়াফাতের খানা খেয়ে ঘুমিয়ে যাবোরে
এস এম নজরুল হবে কবুল তোমার ফরিয়াদ
নবী যদি রাজি থাকে রাজি হয় আহাদ
ফুলে ফলে উঠবে ভরে আঙিনা জুড়ে
কাওসারেরী পেয়ালা আছে নবীর হাতেরে
আরো লিরিক্স গজল>> কেমন দানী ছিলেন মা ফাতেমা লিরিক্স গজল
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।