কেমন দানী ছিলেন মা ফাতেমা লিরিক্স গজল | Shono Shono Fatema Lyrics Song | New Gojol 2023

কেমন দানী ছিলেন মা ফাতেমা লিরিক্স গজল |  Shono Shono Fatema Lyrics Song | New Gojol 2023

Shono Shono Fatema Lyrics Song
শোন শোন ফাতেমা ঘরে নেই একটি দানা
আছে ঘরে মের দুটি সোনা
তাদের কান্না সইতে পারিনা
আমার স্বামী বেঁচে নাই আমি বড় অসহায়
পরের বাড়ি খেটে খাই
যেদিন কিছু নাহি পাই সেদিন উপশে কাটায়
বাচ্চারা তা মেনে নেয়
জ্বরে তিনদিন ধরে ছিলাম ঘরেতে পড়ে
ক্ষুধায় বাচ্চা থাকতে পারেনা

তুমি নবী নন্দিনী তুমি জান্নাত রানী
তুমি সবার জননী
জানি নিজে না খেয়ে তুমি অন্যকে দিয়ে
মুছে দাও চোখের পানি
ফতেমা বলে দাঁড়াও যা আছে তা নিয়ে যাও
রোজায় থাকবে আজ হাসান ও হুসেনা

এমন দানী কোথায় আর কি পাব দুনিয়ায়
না খেয়ে অপরে দেয়
সারা জীবন ধরে গেল সবর করে
কোন চাওয়া পাওয়া নাই
এস এম নজরুল বলে যায় মা ভিক্ষা দিও আমায়
হাশরে পায় যেন সান্ত্বনা

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply