তরকারিতে নুন কেন কম গজল লিরিক্স । Tokarite nun keno kom Gojol Lyrics । Jaima Noor

তরকারিতে নুন কেন কম গজল লিরিক্স । Tokarite nun keno kom Gojol Lyrics । Jaima Noor 

Jaima Noor New Song

 তরকারিতে নুন কেনো কম গজল অডিও


 
 তরকারিতে নুন কেনো কম
কথাঃ শাহ মিজান 
সুরঃ সাইফুল্লাহ মানছুর
…………………
আজকে কেনো তরকারিতে নুন হয়েছে কম?
ডালটাও খুব পানসে, ভালো লাগছে না একদম।
ভাতটা এতো নরম কেনো, নেই গরমের সীমা,
পেটটা খিদেয় করছে চু-চু, খাবো এখন কী মা! 
 
মায়ের ওপর রাগ দেখিয়ে ফুলালে খুব গাল,
আজ না বুঝো, বন্ধু তুমি বুঝবে ঠিকই কাল! 
 
কালকে যখন বড়ো হয়ে হবে পিতা-মাতা
সংসারী চাপ বয়ে তোমার ঘুরে যদি মাথা।
বুঝবে তখন নয়তো সোজা 
কত্তো শতো কাজের বোঝা
সব দেয়া সামাল।
আজ না বুঝো…। 
 
বাবার কাছে বায়না হাজার ধরো প্রতিদিন,
একটা-দু’টো পাও না যদি মুখ করো মলিন। 
বাড়লে বয়স বুঝবে জানি,
যা পেয়েছো, নাওনা মানি
করো না গোলমাল!
আজ না বুঝো…।

 

আরো গজল লিরিক্স >> এলো কে কাবার ধারে লিরিক্স গজল

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply