Allahu Allahu Islamic Song | আল্লাহু আল্লাহু [Lyrics] | Bangla gojol
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
তুমি রহিম তুমি রহমান
তুমি যে এ জব্বার,
আমি তোমার নাফরমান
বান্দা বড়ই গুনাহগার,
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আকাশ বাতাস বৃক্ষ তৃণ লতা
যিকির করে যে তোমার,
তুমি মহান মহিয়ান
তুমি জাল জালালে ওয়াল ইকরাম,
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
তুমি খাওয়াও তুমি পড়াও
তোমারি তো সবই অনুদান,
তোমার নামের জিকির করে
সাত জমিন ও আসমান,
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
তুমি বিশাল জল রাশির বুকে
ঢেউয়ে ঢেউয়ে তোল সুর,
আবার জমিনের বুক ছিড়িয়া
ফসল ফলাও ভরপুর,
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
ভেবে ব্যাকুল দেখে তোমার
কুদরতেরই খেলা,
শূন্যের মাঝে কেমন তুমি
ভাসাও মেঘের ভেলা,
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
কি সুন্দর ফুলে ফলে
তুমি সাজালে জগতময়,
কোথাও সমতল পাহাড় ও জল
কোথাও আবার মরুময়,
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আকাশ পানে চেয়ে দুনয়ন
ক্লান্ত দিশেহারা,
কেমনে সাজালে দিনের সূর্য
রাতের চাঁদ তারা,
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ
আরো বাংলা লিরিক্স গজল- মাহে রমজানের গজল