আমি ছোট্ট বলে গজল লিরিক্স । জাইমা নূর । Ami Chotto Bole Gojol Lyrics। Jaima Noor

আমি ছোট্ট বলে গজল লিরিক্স । জাইমা নূর । Ami Chotto Bole Gojol Lyrics। Jaima Noor  

Jaima Noor

আমি ছোট্ট বলে গজল অডিও

Download

গানের লিরিক্স

আমি ছোট্ট বলে কি গো আমার

বুকে বড় হবার স্বপ্ন থাকতে নেই

প্রজাপতির রং মেখে কি 

মুছতে আঁধার ঐ জোনাকি 

কল্প আকতে নেই

না না না তা তো হবে না

আমার মনে স্বপ্ন বুনে দিলেন রব্বানা

 

আমি হব মিস্টি গানের পাখি

ফুলের বিমল গন্ধ মাখি মাখি

ঘ্রান ছড়াবো প্রান ভরাবো

সুরে সুরে মেলবো ডাগর আঁখি 

কেউ আমাকে পিছনে আর ডাকতে পারবানা

 

যাদের বুকে দু:খ ভীষণ জমা

তাদের ভাবেই প্রিয় প্রিয়তমা

কারণ তাদের মনে মনে

কষ্ট বোনে নগর তিলোত্তমা

 

আমি হবো ছন্দ মুখর নদী

দন্দ বিহীন দুকুল দিতে যদি

সকাল দুপুর ঝুমুর ঝুমুর বাজতো নিরবধি 

কি হতে যে কি হয়ে যায় একটু ভাব্বানা

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply