নিজের আমলনামা গজল লিরিক্স | Amolnama Gojol Lyrics| ওবায়দুল্লাহ তারেক
নিজের আমলনামা গজল অডিও
নিজের আমলনামা
কথা: শাহ মিজান
সুর ও শিল্পী: ওবায়দুল্লাহ তারেক
———————————————
যতোটুকু জানি তার মানি কতোটুকু
ইলমে তো বড়ো খুব, আমলে যে খুকু।
বিলাতেই ভালোবাসি আছে যতো জ্ঞান,
আল্লাহকে পেতে কভু করেছি কি ধ্যান?
জ্ঞানে ভারি, মানাটাও খুবই প্রয়োজন,
জানা-মানা এক হলে ঠিক হয় ওজন।
জেনে-বুঝে প্রতিদিনই পাপ করি ঢের,
তাওবার পরও পাপ করে ফেলি ফের।
ভেবেছি কি মৃত্যু যে পিছু হাঁটে রোজ,
আমলের খাতাটার রেখেছি কি খোঁজ?
মৃত্যুর ফেরেশতা আসলে কাছে
আমলের সুযোগ আর পাবো না তখন!
চোখ দিয়ে পাপ করি, পাপ করি মুখে
আল্লাহর ডর- সেতো থাকে নাগো বুকে।
অন্যের ভুল খুজি বেঁধে আঁট-ঘাট,
নিজের আমলনামা করি নাতো পাঠ
শেষ বিচারের দিনে দিতেই হবে
নিজেরই জবাব নিজে, ভেবেছো কি মন?
আরো গজর লিরিক্স>> ওগো প্রিয় রাসুল আমার সংগীতের লিরিক্স
Daily Visit – https://rihulislam.com/