আযানের দোয়া | Azan er Dua

আযানের দোয়া | Azan er Dua

আযানের দোয়া

 

 

আযানের শেষে দোয়া | আযানের পরের দোয়া

আযানের দোয়া আরবি

اللهُم رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلوةِ الْقَائِمَةِ أَتِ مُحَمَّدَنِ الْوَسِيلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُودَنِ الَّذِي وَعَدْتَهُ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ.

আযানের দোয়া বাংলা উচ্চারণ

(আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ্দাওয়াতিত্তাম্মাতি ওয়াচ্ছালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াছিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআছহু মাকামাম্মাহমুদানিল্লাজী অয়া দতাহু ইন্নাকা লা-তুখলিফুল মীআদ)।

 

আযানের দোয়া বাংলা অর্থ

অর্থ : হে আল্লাহ! যিনি এই পূর্ণ আহ্বানের ও চিরস্থায়ী নামাজের মালিক ও অধিকারী- আপনি মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অছিলা ও মর্যাদা দান করুন এবং তাঁকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিন, যে সম্পর্কে আপনি পূর্বেই তাঁর নিকট ওয়াদা করেছেন। নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না । (বুখারী শরীফ, হাদীস নং-৬১৪)

 

আযান ও ইকামতের মধ্যবর্তী দোয়া

اللَّهُمَّ اِنّى اَسْتَلْكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ وَالْمُعَافَاتِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ.

আযান ও ইকামতের মাঝের দোয়ার বাংলা উচ্চারণ

(আল্লাহুম্মা ইন্নী আছআলুকাল আফওয়া ওয়াল আ’ফিয়াতা ওয়াল মুআ ফাতি ফিদ্দুনয়া ওয়াল আখিরাতি)।

 

আযান ও ইকামতের মাঝের দোয়ার অর্থ

অর্থ : আয় আল্লাহ! আমি তোমার নিকট (গোনাহ হতে) ক্ষমা এবং রোগ- শোক হতে স্বাস্থ্য এবং দুনিয়া ও আখেরাতে (প্রত্যেক বিপদাপদ ও আযাব হতে) হেফাজতের প্রার্থনা করছি। (তিরমিজী শরীফ, হাদীস নং-৩৫৯৪)

 

 আরো পড়ুন >>  নেককার স্ত্রী ও সন্তান হওয়ার দোয়া

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply