দাব্বাতুল আরদ্ব | Dabbatul Ard | কেয়ামতের আলামত
দাব্বাতুল আরদ্বের আত্মপ্রকাশ
তাওবার দরজা বন্ধ হবার পর হঠাৎ একদিন একটি প্রাণীর আবির্ভাব হবে, এ প্রাণীটি অদ্ভুত আকৃতি বিশিষ্ট হবে।
দাব্বাতুল আরদ্ব এর বিবরণ
যেমন এটি লম্বায় হবে ষাট হাত, মাথা ও শিং হবে গরুর মাথা এবং শিং এর মত । ঘাড় হবে উটের মত লম্বা । কান হবে হাতির কানের মত খুব বড়। বুক দেখতে মনে হবে বাঘের বুক, গায়ের রং হবে বিভিন্ন রকমের। লেজ হবে দুম্বার লেজের মত ছোট। আর মুখ হবে মানুষের মুখের মত। সে মানুষের ভাষায় কথা বলবে।
দাব্বাতুল আরদ্ব প্রকাশের জায়গা ও তার কাজ
বর্তমান সাফা এবং মারওয়া নামক পাহাড়দ্বয় ভূমিকম্পের কারণে ফেটে গেলে এ অদ্ভূত প্রাণীটি সেখান হতে বের হয়ে আসবে। উক্ত প্রাণীটি হবে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। সমগ্র পৃথিবী এ প্রাণীটি ভ্রমণ করবে ।
ভ্রমণের সময় উক্ত অদ্ভূত প্রাণীটির হাতে হযরত মূসা (আঃ)-এর মো’জিযা সম্বলিত সে লাঠিটি থাকবে এবং হযরত সুলায়মান (আঃ)-এর হাতের আংটি।
আরো পড়ুন>> ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানলে অবাক হবেন
উক্ত লাঠি দ্বারা সে মু’মিনদের কপালে একটি দাগ টেনে দিবে আর কাফির বেঈমানদের কপালে একটি দাগ টেনে দিবে, এতে কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে। খুব দ্রুততার সাথে এ কাজ সমাধা করার পব উক্ত অদ্ভূত প্রাণীটি অদৃশ্য হয়ে যাবে ।
*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/