Duniya Sundor Manush Sundor Lyrics | দুনিয়া সুন্দর মানুষ সুন্দর | Bangla Gojol

 Duniya Sundor Manush Sundor Lyrics | দুনিয়া সুন্দর মানুষ সুন্দর | Bangla Gojol

Duniya Sundor Manush Sundor Lyrics

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর 
আসমান সুন্দর জমিন সুন্দর 
সুন্দরে সুন্দরে পাল্লা 
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।। 

ঝর্ণা ছুটে চলে একেবারে 
পৃথিবীর পটে কত ছবি একে। 

নদীরও কলতানে 
সাগরের গর্জনে
ঢেউয়ে ঢেউয়ে 
দেয় পাল্লা।। 

বাগানে ফুটে ফুল 
রাশি রাশি 
রাতেরই তারা ভরা 
চাঁদের হাসি।

গুন গুন গানে ডেকে 
মৌমাছি মধু চাকে 
ফুলে ফুলে করে হল্লা।। 

দখিনা বাতাস গায়ে 
পরশ বুলিয়ে 
তার টানে পাল তুলে 
নৌকা চলে। 

তোমারই নামে মনে 
ভাটিয়ালি সুরের তানে 
দাড় টেনে যায় মাঝি মাল্লা।। 

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ 
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।। 

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর 
আসমান সুন্দর জমিন সুন্দর 
সুন্দরে সুন্দরে পাল্লা

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ 
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।।

আরো বাংলা গজল লিরিক্স-  তোমার নামে তোমার গানে লিরিক্স গজল


 ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply