ঘুমানোর আগে ও পরের দোয়া বাংলা | Ghumanur Age O Poree Doa Bahgla

ঘুমানোর আগে ও পরের দোয়া বাংলা | Ghumanur Age O Poree Doa Bahgla

ঘুমানোর আগে ও পরের দোয়া বাংলা

ঘুমানোর দোয়া –

اللَّهُم بِاسْبِكَ اَمُوْتُ وَاحْيى

ঘুমানোর দোয়া বাংলায় –

(আল্লাহুম্মা বিস্মিকা আমৃতু ওয়া আহইয়া) ।

 

ঘুমানোর দোয়া বাংলা অর্থ :

“ আয় আল্লাহ! আপনার নামে আমি নিদ্রায় গেলাম এবং আপনার নামেই

জীবিত হব । (বুখারী শরীফ, হাদীস নং-৭৩৯৪, আবু দাউদ শরীফ, হাদীস নং-৫০৪৯)

 

ঘুম আসার দোয়া –

اللَّهُمَّ غَاوَتِ النُّجُومُ وَهَدَأَتِ الْعُيُونُ وَاَنْتَ حَيٌّ قَيَوْمٌ لَا تَأْخُذُكَ سِنَةٌ وَلَا نَوْمٌ – يَا حَيُّ يَا قَيُّوْمُ أَهْدِئُ لَيْلِيْ وَأَنِمْ عَيْنِي

ঘুম আসার দোয়া বাংলা –

(আল্লাহুম্মা -রাতিন নুজুমু ওয়া হাদাতিল উ’ইউনু ওয়া আনতা হায়্যু ক্বয়্যুমুন। লা তা”খুযুকা ছিনাতাওঁ ওয়ালা নাওম । ইয়া হায়্যু ইয়া ক্বয়্যুমু আহ- দি লাইলি ওয়া আনিম আ’ইনি)।

 

ঘুম আসার দোয়া বাংলা অর্থ:

“ হে আল্লাহ! তারকারাজি নিচে নেমে গেছে, চক্ষুগুলো শান্ত হয়ে গেছে, আর আপনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত। কোন ঘুম, তন্দ্রা, আপনাকে স্পর্শ করে না। হে চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত আমার রাত্রি প্রশান্তিময় করে দাও এবং আমার চোখে ঘুম দাও । (ইবনু সুন্নী, হাদীস নং-৭৫৪)

 

ঘুম বা গোসলের জন্য পোশাক খোলার দোয়া –

بِاسْمِ اللهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ –

ঘুম বা গোসলের জন্য পোশাক খোলার দোয়া বাংলা –

(বিসমিল্লাহি-ল্লাজী লা-ইলাহা ইল্লা হুয়া)।


ঘুম বা গোসলের জন্য পোশাক খোলার দোয়া বাংলাঅর্থ-

“ আল্লাহ তায়া’লার নামে শুরু করছি, যিনি ব্যতীত কোন ইলাহ নেই । (ইবনে সুন্নী, হাদীস নং- ২৭৪)

 

ঘুম থেকে উঠার দোয়া –

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانًا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ.

ঘুম থেকে উঠার দোয়া বাংলায় –

(আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা’দা মা ওয়া আমাতানা ইলাইহিন্নুশূর)।

ঘুম থেকে উঠার দোয়া বাংলায় অর্থ :

“ সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের যিনি আমাদেরকে মৃত্যুতুল্য নিদ্রা যাবার পর পুনরায় জীবিত করেছেন। অবশেষে তাঁর নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে। (তিরমিজী শরীফ, হাদীস নং- ৩৪১৭, ইবনে মাজাহ, হাদীস নং- ৩৮৮০)

আরো পড়ুন>> শত্রু থেকে মুক্তির দোয়া 

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply