যাদের উপর কুরবানী ওয়াজিব | Jader Upor Kurbani Oyajib

যাদের উপর কুরবানী ওয়াজিব | Jader Upor Kurbani Oyajib

যাদের উপর কুরবানী ওয়াজিব

 

যাদের উপর কোরবানী ওয়াজিব।

অনেকেই প্রশ্ন করেন যে,

কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত কয়টি?
কুরবানী করা কি ওয়াজিব?

কুরবানী কার উপর ওয়াজিব?
কার উপর কুরবানী ওয়াজিব নয়?

ইনশাআল্লা পোষ্টটি পড়ার দ্বারা বিষয় গুলো আমাদের মাঝে পরিস্কার হবে।

কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত সমূহ –

= নিসাব পরিমাণ সম্পদের মালিক, জ্ঞানসম্পন্ন, বালেগ, মুক্কীম, (মুসাফির নয়, এমন) ব্যক্তির উপর প্রতিবছর কুরবানী করা ওয়াজিব। =

 

কুরবানী করা কি ফরজ না ওয়াজিব?
কুরবানী ওয়াজিব হওয়ার দলিল

রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন:

يا أَيُّهَا النَّاسُ عَلى كُلِّ أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامِ أَضْحِيَّةٌ

(سنن ابي داود الضحايا / ماجاء فى ايجاب الأضاحي ٣٨٥/١، رقم: ۲۷۸۸

বাংলা অনূবাদ:- “হে লোক সকল! জেনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষে প্রতিবছরই কুরবানী ওয়াজিব ।”

 

 

যতদিন সে নিসাব পরিমাণ মালের মালিক থাকবে ততদিন প্রতিবছরই কুরবানী করতে হবে।

কত টাকা থাকলে কুরবানী দেয়া লাগবে?
কুরবানীর নেসাব কি বা কত?

উত্তর – জাকাতের নেবাব এবং কুরবানীর নেসাব এক সমপরিমান। অর্থাৎ সারে ৭ ভরি স্বর্ণ অথবা সারে ৫২ ভরি রুপার মালিক বা যে কোন একটির মূল্য সমপরিমান টাকার মালিক হওয়া।

 

বি. দ্র. তবে কুরবানী ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ মাল সারা বছর থাকা জরুরী নয়; বরং ১০ই যিলহজ ফজর হতে ১২ই যিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ মালের মালিক হলেই কুরবানী ওয়াজিব হবে। এ সময়ের মধ্যে কোন মহিলা যদি উক্ত পরিমাণ মালের মালিক হয়, তা হলে তার উপরও কুরবানী ওয়াজিব।

আরো পড়ুন >> জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল ও ফযীলত

 

 

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply