ক্ষমা নিয়ে গজলের লিরিক্স | Khoma Gojol Lyrics | Jaima Noor

ক্ষমা নিয়ে গজলের লিরিক্স | Khoma Gojol Lyrics | Jaima Noor

Jaima Noor
 

ক্ষমা নিয়ে গজলের অডিও


      ক্ষমা

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””
কথা: আবু তাহের বেলাল
সুর: শফিক আদনান
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””
রাত গহীনে ঘুম ভেঙে যায় যদি
যদি নামে দুচোখ বেয়ে বেয়ে
অনুতাপে বরফ গলা নদী-
    সত‍্যি ভালো তুমি সবার চেয়ে।।
কারো ব‍্যথা তোমার বুকেই এসে
একেবারেই বুকের অতল দেশে
সংগোপনে বাঁধলে নিবিড় বাসা
নাম দেবো তার বিরল ভালোবাসা
ফুল বাগিচায় হাসবে গোলাপবেলি
আল্লাহ তা’লার রহম করম পেয়ে।।
ক্ষমার চেয়ে নেই ভালো গুণ কারো
নিজের থেকেই বুঝতে যদি পারো,
তুমি হবেই সব গুণীদের গুণী-
ক্ষমা পাবে তুমিও ঠিকই তাঁরও।..
ভুলের খাতায় যা করেছো জমা
জায়নামাজে খুঁজলে তুমি ক্ষমা
জাগতে পারে জীবন নদীর তীরে
সবুজ সতেজ দূর্বা ধীরে ধীরে।
মুষড়ে পড়ার নেইতো কোন কিছু
জুলুমপীড়ন যতোই আসুক ধেয়ে।।
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

আরো গজল লিরিক্স >> তরকারিতে নুন কেন কম গজল লিরিক্স

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply