কুরবানীর নির্দিষ্ট দিন সমূহ | Kurbani kondin korben?

 কুরবানীর নির্দিষ্ট দিন সমূহ | Kurbani kondin korben?

কুরবানীর নির্দিষ্ট দিন সমূহ

 

কুরবানীর নির্দিষ্ট দিন সমূহ | যেই দিন গুলোতে কুরবানী করা যাবে

যিলহজ মাসের ১০ তারিখ হতে ১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এ তিন দিন হলো, কুরবানীর জন্য নির্ধারিত

সময়। এ সময়ের মধ্যে কুরবানী করতে হবে। তবে প্রথম দিন ১০ যিলহজ কুরবানী করা সর্বোত্তম।অপারগতায় ১১ তারিখ। আর সর্বশেষ ১২ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কুরবানী করা জায়েয। 

 

নির্ধারিত দিনে কুরবানী করতে না পারলে করনীয়

যে ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব তিনি যদি উক্ত সময়ের মধ্যে কুরবানী করতে না পারেন, তা হলে তাঁকে একটি বকরী / ছাগল বা সমপরিমান মূল্যের সদকা করতে হবে।

 

আরো পড়ুন >> কুরবানীর দিনের ১১ টি সুন্নত 

 

 

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply