কুরবানির মাংস বন্টন পদ্ধতি | আকিকার গোস্ত বন্টনের নিয়ম | Kurbani mangso

কুরবানির মাংস বন্টন পদ্ধতি | আকিকার গোস্ত বন্টনের নিয়ম | Kurbani mangso

কুরবানির মাংস বন্টন পদ্ধতি

 

কুরবানী ও আকিকার গোশত বণ্টনের মাসআলা

গোশত বণ্টনের সময় একান্নভুক্ত পরিবারের সদস্যগণ যদি একসাথে কুরবানী করেন, তা হলে তা বণ্টনের কোন প্রয়োজন নেই। আর যদি ভিন্ন ভিন্ন পরিবারের লোকেরা ভাগে কুরবানী করেন, তা হলে গোশত অনুমান করে বন্টন করা যাবে না । কেননা, এতে কমবেশী হয়ে গেলে গুনাহগার হতে হবে। সুতরাং বাটখারা দিয়ে মেপে সমান ভাগ করতে হবে।

কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হয়

কুরবানীর গোশত নিজে খাওয়া ও পরিবারের লোকদের খাওয়ানো, আত্মীয়-স্বজনকে খাওয়ানো, গরীব- মিসকীনদের বা ধনীদের দেওয়া সবই জায়েয। তবে মোস্তাহাব পদ্ধতি হলো, তিনভাগ করে একভাগ নিজের পরিবারের জন্য, একভাগ আত্মীয়-স্বজনদের জন্য ও একভাগ গরীব মিসকীনদের মাঝে বণ্টন করে দেয়া।

 

আর কুরবানী যদি মান্নতের হয় বা কোন মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সম্পদ থেকে কুরবানী করার ওসিয়্যাত করে গিয়ে থাকেন, তা হলে এই দুই ধরনের কুরবানীর গোশত কুরবানীদাতা তার ছেলে-মেয়েদেরকে বা পরিবারের লোকদের খাওয়াতে পারবেন না; বরং পুরোটা গরীবদের মাঝে সাদকা করা ওয়াজিব।

আকিকার গোস্ত বন্টনের নিয়ম

‘আক্বীক্বাহর গোশত বণ্টন করার নিয়মও কুরবানীর গোশতের ন্যায়।

 

আরো পড়ুন >>  তাকবিরে তাশরীক সম্পর্কে বিস্তারিত জানুন

 

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply