কুরবানীর দিনের ১১ টি সুন্নত | Kurbanir Diner Sunnah

কুরবানীর দিনের ১১ টি সুন্নত | Kurbanir Diner Sunnah

কুরবানীর দিনের ১১ টি সুন্নত

 

কুরবানী বা ঈদুল আজহার  দিনের সুন্নত আমল

খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা।

মিসওয়াক করা ।

গোসল করা।

পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাক পরা।

সুগন্ধি বা আতর ব্যবহার করা ।

ঈদগাহে যাওয়ার আগে কোন কিছু না খাওয়া ।

উচ্চৈঃস্বরে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া।

আগে আগে ঈদগাহে যাওয়া ।

•  ঈদুল আযহার নামায তাড়াতাড়ি পড়ে কুরবানী করা ।

এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা ।

কুরবানীদাতার স্বীয় কুরবানীর গোশত দ্বারা ঐ দিনে প্রথম আহার করা ।

আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যথাসময় যথাযথভাবে  কুরবানী করার তাওফীক দান করুন। আমীন!

আরো পড়ুন >> কোন কোন পশু কুরবানী দেওয়া যায়

 

 

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply