কোন কোন পশু কুরবানী দেওয়া যায় | কোন কোন পশু কুরবানী দেওয়া যায় না | Kurbanir poshu
কুরবানীর পশুর প্রকার
কুরবানীর পশু ৬ প্রকার।
যথা:- উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ। এগুলি ব্যতীত অন্য কোন পশু কুরবানী করা বৈধ নয়।
কুরবানীর পশুর বয়স
ভেড়া-দুম্বা-ছাগলের বয়স পূর্ণ একবছর হতে হবে। অবশ্য ভেড়া-দুম্বা যদি ছয়মাসের হয় এবং দেখতে এমন মোটাতাজা হয় যা দেখে একবছর বয়সের মনে হয়, তা হলে তা কুরবানী করা জায়েয।
গরু-মহিষ দুইবছর বয়সী এবং উট পাঁচবছর বয়সী হতে হবে। এর কম হলে কোন অবস্থাতেই কুরবানী জায়েয হবে না।
কুরবানীর পশু কেমন হতে হবে ?
কুরবানীর পশু মোটাতাজা হৃষ্টপুষ্ট হওয়া মুস্তাহাব। অন্ধ, কানা, খোঁড়া, অত্যন্ত দূর্বল যা যবেহের স্থানে হেঁটে যেতে অপারগ, তেমনিভাবে যে জানোয়ারের দাঁত মোটেই নেই বা অর্ধেকের বেশি পড়ে গেছে বা হিজড়া, লেজ, কান বা অন্য কোন অঙ্গের এক তৃতীয়াংশের চেয়ে বেশি কাটা গেছে বা কান মোটেই উঠেনি, এরূপ জানোয়ারের দ্বারা কুরবানী জায়েয হবে না।
কুরবানী সংক্রান্ত আরও বিস্তারিত মাসআলা প্রয়োজনে যোগ্য লোকের মারফৎ জেনে নিতে হবে।
আরো পড়ুন >> কুরবানী কত প্রকার
*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/