মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া এবং সুন্নাত | mosjide probes o ber hoyar doa and sunnat | bangla hadith

মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া এবং সুন্নাত | mosjide probes o ber hoyar doa and sunnat | bangla hadith

mosjide probes o ber hoyar doa and sunnat

মসজিদে প্রবেশেরে সুন্নাত কয়টি ?

মসজিদে প্রবেশের সুন্নাত ৫ টি

১) বিসমিল্লাহ পড়া, ২) দুরুদ শরীফ পড়া, ৩) দোয়া পড়া, (নিন্ম লিখিত দোয়াটি পাঠ করলে এই ৩ টি আমল একত্রে হয়ে যাবে) ৪। ইতিকাফের নিয়ত করা, ৫) ডান পা দিয়ে প্রবেশ করা।

 

মসজিদে প্রবেশের দোয়া আরবী

بِسْمِ اللَّهِ وَالصَّلَوةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ.

মসজিদে প্রবেশের দোয়া বাংলা – (বিসমিল্লাহি ওয়াছ্-ছলাতুস-সলামু আলা রসূলিল্লাহি, আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমাতিক)।

মসজিদে প্রবেশের দোয়া বাংলা অর্থ : আল্লাহর নামে শুরু করছি (মসজিদে প্রবেশ করছি) রাসূলুল্লাহ এর উপর শান্তি ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ! তুমি তোমার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দাও । (ইবনে মাজাহ, হাদীস নং-৭৭১)

 

মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত কয়টি ?

মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত ৫ টি

১) বিসমিল্লাহ পড়া, ২) দুরুদ শরীফ পড়া, ৩) দোয়া পড়া, (নিন্ম লিখিত দোয়াটি পাঠ করলে এই ৩ টি আমল একত্রে হয়ে যাবে) ৪।বাম পা দিয়ে বের হওয়া, ৫) ডান পায়ের জুতা সেন্ডেল আগে পরা।

 

মসজিদ থেকে বের হওয়ার দোয়া আবরী

بسْمِ اللهِ وَالصَّلَوةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللهِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ.

মসজিদ থেকে বের হওয়ার দোয়া বাংলা – (বিসমিল্লাহি ওয়াহ্-ছলাতুস-সলামু আ’লা রসূলিল্লাহি, আল্লাহুম্মা ইন্নি আস- আলুকা মিন ফাদ্বলিক।

মসজিদ থেকে বের হওয়ার দোয়া বাংলা অর্থ : আল্লাহর নামে শুরু করছি (মসজিদ বের হচ্ছি) রাসূলুল্লাহ এর উপর শান্তি ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ! আমি তোমার নিকট তোমার রহমত ও উত্তম রিযিক কামনা করছি। হে আল্লাহ! অভিশপ্ত শয়তান থেকে তুমি আমাকে হেফাজত করো। (তিরমিজী শরীফ, হাদীস নং-৩১৪)

 

মসজিদ দেখে যে দোয়া পড়বেন আরবী

اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَخَطَائِي وَعَبْدِي.

মসজিদ দেখে যে দোয়া পড়বেন বাংলা –

(আল্লাহুম্মাগ ফিরলী যুনূবী ওয়া খাত্বায়ী ওয়া আমাদী)।

মসজিদ দেখে যে দোয়া পড়বেন বাংলা অর্থ :

হে আল্লাহ! আপনি আমার গুনাহ সমূহ এবং ইচ্ছা ও অনিচ্ছাকৃত ত্রুটিগুলো ক্ষমা করে দিন।

(বুখারী শরীফ, হাদীস নং-৬৩৯৮, মুসলিম শরীফ, হাদীস নং-২৭১৯)

 

আরো পড়ুন>> ঘুমানোর আগে ও পরের দোয়া বাংলা

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply