Musafir Gojol Lyrics | মুসাফির গজল লিরিক্স | Abu Rayhan
#Musafir
#AbuRayhanKalarab
#NewIslamicSong
মুসাফির গজল লিরিক্স
Lyric:
জীবনের নদী তীরে হেঁটে চলি রোজ
কেটে যায় হায়াতের দিন
জানিনা কভু কোথায় উঠবে বেজে
এ চলার বিদায়ের বীণ (২)
পড়ে রবে হৃদয়ের সাতরঙা ক্যনভাস
থেমে যাবে সফরের রথ…
কুল্লু নাফসিন যাইকাতুল মাওত
শখের এই টাকাকড়ি দালান বাড়ি
কিছুই তো রবেনা অমর
শুভ্র বসন গাঁয়ে যেতে হবে একদিন
অচিন এই আঁধার কবর (২)
থাকতে সময় ফিরে এসো অবোধ মন
ঐ ডাকে কোরানের পথ….
এ ধরার মিছে মোহ মায়াতে ডুবে
করেছি তোমায় আমি পর
নাফরমানির রশি টেনে চলি অবিরাম
নেই বুকে মরনের ডর (২)
অপার রহম দিয়ে মুক্তি দিও সেদিন
বসবে তোমার আদালত….
আরো গজল লিরিক্স>> ও নদীরে তুই ভাংলি আমার ঘর গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।