মুসলিম তুমি দাও পরিচয় গজল লিরিক্স | Muslim Tumi Dau Porichoy Lyrics | Mosiur Rahman
মুসলিম তুমি দেও পরিচয় গজল অডিও
Song lyrics (Bangla)
মুসলিম তুমি দেও পরিচয়
নামাজ পড় না–
আল-কুরআন টা সুদ্ধ করে
বলতে পারো না–
মুসলিম তুমি দেও পরিচয়,
রোজা রাখো না–
লোভে পড়ে হারাম খাওয়া
ছাড়তে পারো না—
লজ্জা করে না,তোমার কি
লজ্জা করে না-?
।
তোমার বেশভূষায় থাকে
বিজাতীয় ও সাজঁ।
তোমার মাজে পাইনা খুঁজে
রাসূলের সুন্নাত!
তুমি দম্ভ করে পথ টা চলো
সালাম বিলাও না–
লজ্জা করে না,তোমার কি
লজ্জা করে না-?
।।
হারাম পথে করো আয়,
হারাম কাজে ব্যায়।
একদিও করলানা তুমি
পরকালের ভয়।
তুমি এতিমের হক মেরে খাও
যাকাত ও দেও না—
লজ্জা করে না,তোমার কি
লজ্জা করে না-
।।।
দ্বীন কায়েমের কথায় তোমার
গায়ে ধরে জ্বালা,
ধর্ম বিদ্বেষীদের সাথে তোমার
পথ চলা।
তুমি মার্কস-লেনিনবাদ বোঝ
খেলাফা বোঝো না–
লজ্জা করে না,তোমার কি
লজ্জা করে না?
আরো বাংলা লিরিক্স গজল- কালেমার ছায়াতলে এসেই ওমর লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/