কুরবানী কত প্রকার | Qurbani Koto Prokar

কুরবানী কত প্রকার | Qurbani Koto Prokar 

কুরবানীর প্রকারভেদ কুরবানী ৪ প্রকার

কুরবানীর প্রকারভেদ কুরবানী ৪ প্রকার:

১. ওয়াজিব কুরবানী । 
২. নফল কুরবানী ।
৩. মান্নতের কুরবানী।
৪. ওসিয়্যাতের কুরবানী ।

কুরবানীর মাংস / গোশত বন্টনের বিধান 

ওয়াজিব কুরবানী ও নফল কুরবানীর গোশত কুরবানীদাতা তার ধনী-গরীব আত্মীয়-স্বজন এবং সকল শ্রেণীর মানুষের জন্য খাওয়া হালাল। 

পক্ষান্তরে মান্নতের কুরবানীর গোশত ও ওসিয়্যাতের কুরবানীর গোশত কুরবানীদাতা, তার ধনী আত্মীয় বা যে কোন ধনী ব্যক্তি তেমনিভাবে ওসিয়্যাতকারীর ওয়ারিশগণ তা খেতে পারবে না; বরং পুরোটা গরীবদের মাঝে সদকা করা ওয়াজিব।

আরো পড়ুন >> হযরত ইবরাহীম আ. এর কুরবানী

 

 

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply