Rasuler Rowja Mobarak Lyrics | রাসুলের রওজা মোবারক বাংলা লিরিক্স গজল | New Islamic Song

Rasuler Rowja Mobarak Lyrics | রাসুলের রওজা মোবারক বাংলা লিরিক্স গজল | New Islamic Song 

রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম 

বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম 

রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম 

দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে

উম্মতের বন্ধু হয়ে তারাতে পুলসিরাতে, তরাতে পুলসিরাতে

কালেমার নায়ে করে পার করিও তোমার সাথে

হাসরে দেখা দিও কাওসারেতে আলাহাতে

আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম

রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম 

বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম 

রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম 

তোমার ওই মহিমাতে বিশ্ব হইলো সৃজন

বিশ্ব মানুষের তুমি হইলে  বন্ধু স্বজন হইলে  বন্ধু স্বজন

সেই ধন্য হলো নুরের পরশ দিলে যারে

সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম

রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম 

বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম 

রাসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম  

 আরো বাংলা  লিরিক্স >> আমার মনের ঘরেতে রেখেছি যারে লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply