সঠিক নিয়মে সালাম | Salam Deyar Sothik Niyom
সালাম আরবিতে
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
সালাম এর সঠিক উচ্চারন / সম্পূর্ণ সালাম বাংলা
(আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারা কাতুহু) ।
আসসালামু আলাইকুম বাংলা
অর্থ : তোমার/তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
(তিরমিজী শরীফ, হাদীস নং-২৬৮৯)
সালাম এর উত্তর
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
ওয়ালাইকুমুস সালামু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারা কাতুহু) ।
ওয়ালাইকুম আসসালাম অর্থ
অর্থ : তোমার/তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক ।
(আবু দাউদ শরীফ, হাদীস নং- ৫১৯৬)
কারো মাধ্যমে সালাম পাঠালে সেই সালামের উত্তর
وَعَلَيْكَ وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
(ওয়া আ’লাইকা ওয়া আ’লাইহিস সালামু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারা কাতুহু)।
আরো পড়ুন >> টয়লেটে যাওয়ার ও আসার দোয়া
*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।