সূরা মাউন বাংলা উচ্চারণ ও অর্থ | sura maun mp3
সূরা মাউন অডিও mp3
সূরা মাউন আরবি
(নিত্য ব্যবহার্য বস্তু) সূরা-১০৭, মাক্কী :
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
أَرَ ءيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ، فَذَلِكَ الَّذِى يَدْع الْيَتِيمَ وَلَا يَحْضُ عَلَى طَعَامِ الْمِسْكِينِ ، فَوَيْلٌ لِلْمُصَلَّيْنَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ * الَّذِينَ هُمْ يُرَاعُونَ ، وَيَمْنَعُونَ الْمَاعُونَ
সূরা মাউন বাংলা উচ্চারণ
উচ্চারণ :
(১) আরআই তাল্লাযী ইয়ুকায্যিবু বিদ্দীন?
(২) ফাযা-লিকাল্লাযী ইয়াদু’উল ইয়াতীম
(৩) ওয়া লা ইয়াহুদ্দু ‘আলা ত্ব-‘আ-মিল মিসকীন
( ৪ ) ফাওয়াইলুল লিল মুছল্লীন
(৫) আল্লাযীনা হুম ‘আন ছালা-তিহিম সা-হূন
(৬) আল্লাযীনা হুম ইয়ুরা-ঊনা,
(৭) ওয়া ইয়ামনা’ঊনাল মা-‘ঊন।
সূরা মাউন বাংলা অনুবাদ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্র নামে (শুরু করছি)
অনুবাদ :
(১) আপনি কি দেখেছেন তাকে, যে বিচার দিবসকে মিথ্যা বলে?
(২) সে হ’ল ঐ ব্যক্তি, যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়
(৩) এবং মিসকীনকে খাদ্য দানে উৎসাহিত করে না
(৪) অতঃপর দুর্ভোগ ঐ সব মুছল্লীর জন্য
(৫) যারা তাদের ছালাত থেকে উদাসীন
(৬) যারা লোকদেরকে দেখায়
(৭) এবং নিত্য ব্যবহার্য বস্তু দানে বিরত থাকে।
আরো পড়ুন>> সূরা কাওসার বাংলা উচ্চারণ ও অর্থ
*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/