সূরা লাহাব | সূরা লাহাব বাংলা উচ্চারণ ও অর্থ | Surah Lahab mp3
সূরা লাহাব তেলোয়াত অডিও
সূরা লাহাব
সূরা লাহাব আরবি
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وتَبَّ * مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ * سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ * وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ * فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ
সূরা লাহাব বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
(১) তাব্বাত ইয়াদা আবী লাহাবিওঁ ওয়াতাব্বা
(২) মা আগনা আনহু মালুহু ওয়ামা কাছাব
(৩) সাইয়াছলা না রান যা তালাহাবিওঁ
(৪) ওয়ামরাআতুহু, হাম্মা লাতাল হাত্বোয়াব
(৫) ফী-জী-দিহা হাবলুম মিম মাসাদ ।
সূরা লাহাব এর অর্থ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
(১) ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক!
(২) তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না।
(৩) তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে
(৪) এবং তার স্ত্রীকেও; যে ইন্ধন বহনকারিণী।
(৫) তার গলায় থাকবে কড়াপাকের খেজুরের আঁশের রশি।
আরো পড়ুন>> সূরা ইখলাস এর বাংলা উচ্চারণ ও অর্থ
*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/