বাংলা অর্থ ও উচ্চারণ সহ হজের তালবিয়া | Talbia | হজ ও ওমরা

 বাংলা অর্থ ও উচ্চারণ সহ  হজের তালবিয়া | Talbia | হজ ও ওমরা

বাংলা অর্থ ও উচ্চারণ সহ  হজের তালবিয়া

তালবিয়া আরবি :-

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَيْكَ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ. لَا شَرِيكَ لَكَ .

 

তালবিয়া বাংলা উচ্চারণ/

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পুরো দোয়ার বাংলা উচ্চারণ :-

(লাব্বায়িকাল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা)।

 

তালবিয়ার বাংলা অর্থ :

আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির, তোমার কোন শরীক নেই, আমি হাজির। নিশ্চয় সমস্ত প্রশংসা, নিয়ামত ও রাজত্ব তোমারই। তোমার কোন শরীক নেই।

(বুখারী শরীফ, হাদীস নং ১৫৪৯, মুসলিম শরীফ, হাদীস নং- ১১৮৪)

 

আরো পড়ুন>> হজ্জের নিয়ম কানুন ও দোয়া

আরো পড়ুন>> মদিনা ও নবীজীর রওজা জিয়ারতের ফজিলত, নিয়ম ও দোয়া

 

আল্লাহ আমাদের সকলকে হজ্জ ও ওমরা করার তৌফিক দান করুন।

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply