টয়লেটে যাওয়ার ও আসার দোয়া | toilet jaoyar doa | rihulislam
টয়লেটে যাওয়ার দোয়া
টয়লেটে যাওয়ার দোয়া আরবি
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
টয়লেটে যাওয়ার দোয়া বাংলা –
(আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবছি ওয়াল খবায়িছি)।
টয়লেটে যাওয়ার দোয়ার অর্থ :
হে আল্লাহ! তোমার নিকট পুরুষ ও মেয়ে জীনের অনিষ্ট হতে পানা চাচ্ছি। (বুখারী শরীফ, হাদীস নং- ১৪২)
টয়লেট থেকে বের হওয়ার দোয়া
টয়লেট থেকে বের হওয়ার দোয়া আরবি
غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي اذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي
টয়লেট থেকে বের হওয়ার দোয়া বাংলা –
(গুফরানা-কাল হামদু লিল্লাহিল্লা-জী আযহাবা আ’নিল আযা, ওয়া আ’- ফানি)।
টয়লেট থেকে বের হওয়ার দোয়া বাংলা অর্থ :
হে আল্লাহ! তোমার নিকট ক্ষমা চাই। সব প্রশংসা ঐ আল্লাহর, যিনি আমার হতে নাপাকি দূর করে আমাকে সুস্থ রেখেছেন । (আবু দাউদ শরীফ, হাদীস নং- ৩০)
আরো পড়ুন>> মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া এবং সুন্নাত
*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।