তোমার নামের যিকির করি গজল লিরিক্স | Tumar Namer Jikir Kori Lyrics Song
লিরিক : তোমার নামের যিকির করি আল্লাহু আল্লাহু
গহনের বিহঙমালা ডাকে কুহু কুহু।।
যার রহমের সুধায় পথহারা দিশা পায়।।
তোমার ইশারায় বহে লুহু
গহনের বিহঙমালা ডাকে কুহু কুহু।।
যার রহমের সুধায় পথহারা দিশা পায়।।
তোমার ইশারায় বহে লুহু
তোমার নামের যিকির করি আল্লাহু আল্লাহু
গহনের বিহঙমালা ডাকে কুহু কুহু।।
বাহারি রঙের সৃজন দিয়ে ভরা এ জমিন
অমল ভোরের স্নিগ্ধ বাতাস বিলাও প্রতিদিন।।
সিজদাহতে মন ভরে সিফাতে উজাড় করে।।
রহিম করিম ছানা পড়ি বহু
তোমার নামের যিকির করি আল্লাহু আল্লাহু
গহনের বিহঙমালা ডাকে কুহু কুহু।।
পাথর কেদে জ্বলে ভাঁসায় যে মালিকে
গাফেল হয়ে কেনো থাকো তুমি মাবুদের।।
প্রেমেরি দোলনায় পাতারঐ মোহনায়।।
দেখে ভেবে মিলাউ তবো রুহু
তোমার নামের যিকির করি আল্লাহু আল্লাহু
গহনের বিহঙমালা ডাকে কুহু কুহু।।
আরো বাংলা লিরিক্স>> ওগো মোর পেয়ারা নবী গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।