Tumi Ki Parbe Gojol Lyrics | তুমি কী পারবে গজল লিরিক্স | Sayed Ahmad

Tumi Ki Parbe Gojol Lyrics | তুমি কী পারবে গজল লিরিক্স | Sayed Ahmad

Sayed Ahmad
 

তুমি কী পারবে গজল অডিও


তুমি কী পারবে গজল লিরিক্স

তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে
তুমি কি পারবে মানুষের ত্বরে জিবন দিয়ে লড়তে
তুমি কি পারবে স্বাধীনতা কে আবার ফিরিয়ে আনতে 
তুমি কি পারবে দুর্নিতীবাজ সন্ত্রাসদের রুখতে
এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট 
অভাবে কাহারো স্বভাব কখনো হবেনা যে আর নষ্ট 
তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার
তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার
তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরন করতে
বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে 
এতোই যখন পারো 
তবে কেন জনপদে মহামারি দেখে ভয়ে থরথর করো 
তুমিতো নিজেই দুর্নিতীবাজ লম্পট আর খুনী চাঁদাবাজ
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে 
পারবেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে
 
তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে
তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষনা করতে
তুমি কি পারবে বেকার ছেলের চাকরীর খোঁজ দিতে
বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবেনা বসে 
টাকার দায়ে গন্জে গায়ে কেউ পাবেনা কষ্ট
মন্দ নেশায় হাজার যুবক হবেনা পথভ্রষ্ট 
মাদকযুক্ত দেশটাকে আজ মাদকমুক্ত করতে
পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে
এতোই যখন পারো
তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘুরো?
তুমিতো নিজেই বড় নেশাখোর 
আদালতের ঐ চেনা ঘুষখোর
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে 
 
তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে
তুমি কি পারবে লাখো শহীদের সপ্ন পূরন করতে
তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র
রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র
আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে
অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে
তুমি কি পারবে মানবসেবায় বাড়াতে স্নেহের হাত
শান্তি তখন বলবে এসে দু:খ নিপাত যাক
তুমি কি পারবে শ্রমিকের মুখে সস্থির হাসি ফোটাতে
ন্যায্য পাওনা পেতে তাদের হবেনা কষ্টে ভুগতে
এতোই যখন পারো 
তবে কেন গরীবের পকেট হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়
তুমিতো নিজেই দুর্নীতি করো সত্যকে ছেড়ে মিথ্যাকে ধর
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে

 

আরো  গজল লিরিক্স >> জাগরে আবার মুসলমান গজর লিরিক্স

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply