ইশকে নাবী জিন্দাবাদ লিরিক্স । Ishq E Nabi Jindabad Gojol Lyrics। Bangla Gojol
লিরিক্সঃ
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ।
আমার মনের ভুবন জুড়ে,
উঠলো যখন চাঁদ,
তাঁরার মিছিল কোরাস ধরে,
বললো মুহাম্মদ।
আমার মনের ভুবন জুড়ে,
উঠলো যখন চাঁদ,
তাঁরার মিছিল কোরাস ধরে,
বললো মুহাম্মদ।
ঝিঝির দোলেও দরুদ সুরে,
নামলো খুশি রাত দুপুরে,
ঝিঝির দোলেও দরুদ সুরে,
নামলো খুশি রাত দুপুরে।
সেই খুশিতে জাগলো ধরা,
চললো ক্ষমার পরম পরা,
মনের আকাশ আরলো মনে,
দূর মাদিনার চাঁদ।
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ।
সূর
ইশকে নাবী,,,,
রক্ত কনায় দফায় দফায়,
উঠে শিহরণ,
মুহাম্মদের,,, নামের সুরে,
গায় পাখি যখন।
আকুল সুরে শিল্পী কবী,
গাইলে প্রেমের নাতে নাবী,
আকুল সুরে শিল্পী কবী,
গাইলে প্রেমের নাতে নাবী।
মন হয়ে যায় পাগল পারা,
নামায় দু-চোখ আস্রু ধারা,
দীল পরিবেশ দরুদ সুরে,
চায় দিদারের সাধ।
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ।
ভোরের বাতাস বইলে বলি,
সালাম নিয়ে যাও,
প্রিতি পাখির কাছে বলি,
গুজার সুবাস দাও।
আমার বুকা আবদার তাই,
আকাশ থেকে সান্তনা পাই,
আমার বুকা আবদার তাই,
আকাশ থেকে সান্তনা পাই।
মায়ার নাবীর হাত হতে কাল,
আবেহায়াত পাবে কপাল,
হৃদয়ে করাস ওঠে,
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী, ইশকে নাবী,
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ,
ইশকে নাবী জিন্দাবাদ।
আরো বাংলা লিরিক্স গজল- এলো খুশির রমজান নতুন গজল
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।