ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ কি কি? || হজ ও ওমরা || hajj

হজ ও ওমরা


ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ কি কি? || হজ ও ওমরা || hajj

ইহরাম অবস্থায়/হজ্জের সময় নিষিদ্ধ কাজ সমূহঃ 

হজ্জ পালনের উদ্দেশ্যে গিয়ে যেসব কাজ সমূহ করা নিষেধ তা নিম্নে উল্লেখ করা হলঃ

(ক) স্ত্রী সহবাস করা বা সহবাসের আলোচনা করা।

(খ) গালিগালাজ করা এবং ঝগড়া-বিবাদ করা।

(গ) ইশারা-ইঙ্গিত দিয়ে কোন শিকারী। ব্যক্তিকে শিকার দেখিয়ে দেয়া কিংবা শিকারের পলায়নের রাস্তা দেখিয়ে। দেয়া অথবা নিজেই শিকার করা।

(ঘ) সেলাই করা কোন পোশাক বা পাগড়ী পরিধান করা।

(ঙ) দাঁড়ি, মোচ, চুল, নখ ইত্যাদি কাটা।

(চ) কোনরূপ সুগন্ধি ব্যবহার করা।

(ছ) কোনরূপ রং করা পোশাক পরিধান করা।

(জ) যায়তুন বা এ ধরনের কোন সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা ইত্যাদি।


আরো পড়ুন>> হজের প্রকারভেদ ও কোন হজ বেশি উত্তম?

আল্লাহ আমাদের সকলকে হজ্জ ও ওমরা করার তৌফিক দান করুন।

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply