ওমরা করার নিয়ম ও দোয়া | omra paloner niyomaboli | হজ ওমরা

 ওমরা করার নিয়ম ও দোয়া | omra paloner niyomaboli | হজ ওমরা

omra paloner niyomaboli

ওমরার ফরজ ও ওয়াজিব কয়টি?

ওমরার ফরজ ২ টি

ক) ইহরাম বাধা, খ) বাইতুল্লাহ তাওয়াফ করা।

আরো পড়ুন >> ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ কি কি?

ওমরার ওয়াজিব ২ টি

ক) সাফা-মরওয়া সাঈ করা, খ) হলক করা বা চুল কাটা

ইহরাম কিভাবে বাধবে?

উত্তর:- ওমরার নিয়তে নির্দিষ্ট কোন “মীকাতে” গোসল বা অজু করে পুরুষের জন্য সেলাই বিহীন দুই কাপর ও মাহিলাদের জন্য পর্দাসহ শালীন পোষাক পরবে এবং ইহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ থেকেও বিরত থাকবে।

ওমরা হজের ফরজ সমূহ:-

১। ইহরাম বাধা:- ওমরা পালন করার ইচ্ছা করলে অযূ-গোসল করে হজ্জের অনুরূপ নিয়মে ইহরাম বেঁধে পবিত্র মক্কা শরীফ হতে বের হয়ে “মীকাত” নামক স্থানে যাবে।


সেখানে গিয়ে ওমরা আদায়ের উদ্দেশ্যে এরূপ নিয়্যত করবে— (আল্লাহুমা লাব্বাইকা বি‘উমরাতিন) অর্থাৎ—হে আল্লাহ! আমি ওমরা আদায় করার জন্য হাজির হয়েছি।


এরপর উম্মুল মু’মিনীন হযরত ‘আয়েশা সিদ্দীকাহ্ (রাঃ)-এর মসজিদে গিয়ে দু’রাক’আত নফল নামায আদায় করবে। এরপর পবিত্র মক্কা শরীফে ফিরে আসবে। মক্কাতে আসার সময় সর্বদা তালবিয়্যাহ পাঠ করতে থাকবে,

বাংলা উচ্চারণ : লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইকা ইন্নাল হামদা,
ওয়ান্ নি’মাতা, লাকা ওয়াল মুলকা, লা শারীকালাকা ৷


অর্থ : হে আল্লাহ! আমি হাজির আছি, আমি হাজির আছি! আমি হাজির আছি! তোমার কোন অংশীদার নেই, আমি হাজির আছি! নিশ্চয়ই সকল প্রশংসা ও গুণ-গান তোমারই জন্য এবং এ রাজত্ব তোমারই। তোমার কোন অংশীদার নেই।

কিন্তু হেরেমে ঢুকার সাথে সাথে তালবিয়্যাহ্ পাঠ করা হতে বিরত থাকবে।

২। বাইতুল্লাহ তওয়াফ করা:- অতপর যথানিয়মে অর্থাৎ ৭ চক্করে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবে।

আরো পড়ুন>> কাবা শরীফ দেখার পর যে দোয়া করাতে হয়

ওমরা হজের ওয়াজিব সমূহ:-

১। সাফা-মরওয়া সা’য়ী আদায় করবে, অর্থাৎ সাফা ও মারওয়ার মধ্যবর্তী সবুজ বাতির স্থানে সাত বার দৌড়াদৌড়ি করবে।

আরো পড়ুন>> সাফা মারওয়ায় যে সকল দোয়া

২। অতঃপর মাথা মুড়িয়ে হালাল হয়ে যাবে, পুরুষগণ মাথা হলক করবে বা চুল ছোট করে কাটবে, মহিলাগণ চুলের আগা কাটবে।

আর এভাবেই ওমরা পালন করা হয়। বছরের যে কোন সময়ই ওমরা আদায় করা যায়। সুতরাং যার পক্ষে যত বেশী সম্ভব তত বেশী করে ওমরা আদায়ে যত্নবান হওয়া উচিত।


আরো পড়ুন>> হজ্জের নিয়ম কানুন ও দোয়া

আরো পড়ুন>> মদিনা ও নবীজীর রওজা জিয়ারতের ফজিলত, নিয়ম ও দোয়া


আল্লাহ আমাদের সকলকে হজ্জ ও ওমরা করার তৌফিক দান করুন।

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply