ভুল কলরব গজল লিরিক্স | VUL KOLOROB GOJOL LYRICS | MAJHE MAJHE DUBE JAY | আত্মউপলব্ধি মূলক গান

ভুল কলরব গজল লিরিক্স | VUL KOLOROB GOJOL LYRICS | MAJHE MAJHE DUBE JAY | আত্মউপলব্ধি মূলক গান

#আত্মউপলব্ধি মূলক 
#গান 
#ভুল_কলরব
গান:  ভুল কলরব | VUL KOLOROB
কথা: ইমাম সাদিক আদনান
সুর: শেখ মো. ওয়ালিউল্লাহ
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

 লিরিক্স —
মাঝে মাঝে ডুবে যাই ভুল কলরবে
মাঝে মাঝে ভুলে যাই মরে যেতে হবে!
মরলেই শেষ কি? কর্মের রেশ কি? 
ওপারের সওদা কি জমা হলো ভবে?

কত ব্যাথা কুরে খায় বিরহের ক্ষত
মনে হয় কেউ নেই আপনার মত!
এই তবে শেষ? কি আছে বিশেষ
কে হায় নিয়েছে বোঝা
অপরের কবে?

এমনি অমোঘ ক্ষণ‌ শুধু কেটে‌ যায়
বৈশাখী ঝড় আর ‌দখিনা হাওয়ায়
ভেবেছো কি মন ওরে কি যে হবে হাল
মুনকার নাকিরের কঠিন সওয়াল

কেউ নেই কেউ নয়, কারো নয় কেউ
ক্ষণিক উথলে উঠা বিস্মৃত ঢেউ 
নীরব কবর কে নেবে খবর
এ জাহানে পুঁজি করো বিশ্বাসী সবে।।

আরো গজল লিরিক্স>> ও নদীরে তুই ভাংলি আমার ঘর গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply