সেহরি খাব উঠে পড় বাংলা লিরিক্স | Sehri Khabo Uthe Poro Gojol Lyrics | Romjan New Gojol 2023

সেহরি খাব উঠে পড় বাংলা লিরিক্স | Sehri Khabo Uthe Poro Gojol Lyrics | Romjan New Gojol 2023

Sehri Khabo Uthe Poro Gojol Lyrics
সেহরি খাব উঠ পড় মোমীন মুসলমান
চারিদিকে কাসিদেরা করছে যে আহবান

বলছে তোমায় ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে
শুনতে যদি পাওগো তুমি ঘুমাও কেন মিছে
জলদি করে উঠে পড়ে করো আহার পান


চারিদিকে কাসিদেরা করছে যে আহবান

সেহরি খাব উঠ পড় মোমীন মুসলমান
চারিদিকে কাসিদেরা করছে যে আহবান

হাসি খুশির বান ডেকে যায় সেহরি ইফতারে
সুন্নাত নবীর পালন কর বসে যে যার ঘরে
হাজার গুন ঐ সওয়াব পাবে বলছে পাক কুরআন


চারিদিকে কাসিদেরা করছে যে আহবান

সেহরি খাব উঠ পড় মোমীন মুসলমান
চারিদিকে কাসিদেরা করছে যে আহবান

এস এম নজরুল ভাগ্য ভালো আবার ফিরে পেল
আগামীতে পাব কিনা কে জানি কি বলো
বেবী নাজনীন পেলে সুযোগ দেবে সুরে টান


চারিদিকে কাসিদেরা করছে যে আহবান

সেহরি খাব উঠ পড় মোমীন মুসলমান
চারিদিকে কাসিদেরা করছে যে আহবান


আরো বাংলা লিরিক্স গজল- আবারো আসলো ফিরে মাহে রমাদান লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply