আলেমের বিভেদ লিরিক্স গজল | Alemer bived Gojol Mosiur Rahman | Bangla Islamic Song

আলেমের বিভেদ লিরিক্স গজল | Alemer bived Gojol Mosiur Rahman | Bangla Islamic Song

Alemer bived Gojol Mosiur Rahman
Lyric:
আলেমে আলেমে বিভেদ এখন
জালেমে জালেমে দোস্তী
পথের ঠিকানা জানা নেই কারো
কে কোথায় পাবে স্বস্তি।

সালাতে দু’হাত কে কোথায় বাঁধবে
নাভির উপরে বুকে
আমিন বলবে চুপিসারে নাকি
সজোরে আওয়াজ ফুঁকে।
ছোট আরও ছোট বিষয় নিয়েও
চলছে ভীষন দ্বন্ধ
সব দল ভাবে আমরাই ভালো
অন্যরা কালো মন্দ।
ফরজ নিয়েতো মারামারি নেই
নফল সফল ডুব
টুপির আকার আকৃতি নিয়ে
গবেষণা হয় খুব।
এই সুযোগেই আব্রাহা দেখ
হাঁকিয়ে বেড়ায় হস্তী।
জালিমে জালিমে দোস্তী।

খ্যাতির নেশায় আলেমের মন
ব্যস্ত ভীষন ব্যস্ত
এই সমাজের সব কাজ তাই
জালেমের হাতে ন্যস্ত।
নিজের হিসাব করেনা আলেম
অন্যের কথা ভাবে
বিরোধকারীরা জান্নাতে নাকি
জাহান্নামেই যাবে।
কাফের ফাসেক লক্ষ্য ফতুয়া
পকেটেই আছে জমা
আল্লাহর কাছে ছাড় আছে তবু
তাঁর কাছে নেই ক্ষমা।
হেরার চেরাগ চিনতে পারেনি
এখনো আপন পর
জালেমের হাতে চলে গেছে তাই
নিজের সাজানো ঘর
সালতানাতের মিনার হারিয়ে
আস্রয় তার বস্তী।
জালিমে জালিমে দোস্তী।

আরো বাংলা লিরিক্স গজল- তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো
 

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Leave a Reply