Abar Manush Ho Gojol Lyrics || আবার মানুষ হও গজল লিরিক্স || Iqbal Hussain

 Abar Manush Ho Gojol Lyrics || আবার মানুষ হও গজল লিরিক্স || Iqbal Hussain 

Abar Manush Ho Gojol Lyrics
 

আবার মানুষ হও গজল অডিও


লিরিক্স

ফুটপাতে পড়ে থাকা ক্ষুধার্ত শিশুটির 
কান্না দেখে যদি 
তোমার চোখের পাতা ভিজে না ওঠে।
শিতের রাত্রিতে খোলা আকাশের নীচে
বস্ত্রহীনা দেখে যদি 
তোমার হৃদয় কেপে না ওঠে। 
তবে জেনে রেখো মানুষ রূপি 
মানুষ তুমি নও
বিবেক টাকে জাগিয়ে তোল
আবার মানুষ হও।।
 
যদি অন্যায় দেখে কারো
না দেখার ভান ধরো
সমাজ পতিদের করতে খুশী 
মিথ্যে সাক্ষী হয়ে যাও।।
তোমার হাতে যদি নিরীহ মানুষ 
লাঞ্ছিত হয় পথে ঘাটে 
জননেতা সেজে তুমি 
ক্ষমতার দম্ভ দেখাও। 
তোমার আচরণ পশুর মত 
হিংস্র স্বভাবের বলে
মানুষের কাছে যদি ঘৃণার 
পাত্র হয়ে যাও।।
 
বিপদে বন্ধুকে ফেলে 
নিরাপদে যাও চলে
সুখের সাথী হতে অন্য কারো
নতুন বন্ধু বানাও।।
ইয়াতিমের পাওনা না মিটিয়ে যদি  
নিজের কব্জা করে রাখো
ওয়ারিশের সম্পদ 
নিজের নামে লিখে নাও। 
দুনিয়ার সামান্য স্বার্থের কারণে  
রক্তের বাঁধন ছিড়ে  
ভাই-বোন স্বজনের 
প্রতিদ্বন্দ্বী হয়ে যাও।।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply