সব কবিতার ছন্দ তুমি গজল লিরিক্স | হে প্রিয় রাসূল লিরিক | He Priyo Rasul Gojol Lyrics | Rajiya Risha

সব কবিতার ছন্দ তুমি গজল লিরিক্স | হে প্রিয় রাসূল লিরিক | He Priyo Rasul Gojol Lyrics | Rajiya Risha 

Rajiya Risha
 

সব কবিতার ছন্দ তুমি গজল অডিও

 

Lyrics

সব কবিতার ছন্দ তুমি হে প্রিয় রাসূল
সব বাগিচার ফুটন্ত ফুল হে প্রিয় রাসূল

চাঁদ আমার ভাল লাগেনা যখন তোমাকে ভাবি
মোর প্রিয়া ভাল লাগেনা যখন তোমাতে ডুবি
দিবানিশি হৃদয় পাড়ায় দিও তুমি দোল

ভালো লাগে ঐ মদিনার ধূলো মাটি পথ
যেথায় হেঁটেছিলেন আমার প্রিয় হযরত
আরো বেশি ভাল লাগে মা আমেনার কোল

চোখের তৃষ্ণা মিটবে প্রিয় তোমার দীদারে
হাতে তুলে নিও ডুবলে বিপদ সাগরে
তোমার নামের গানে বিভোর হৃদয়ের বুলবুল

আরো বাংলা লিরিক্স >> ওগো মালিক বাংলা গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply