কি হবে সত্য বুকে চেপে রেখে গজল লিরিক্স | Sotteri Gaan Lyrics | Rajiya Risha

কি হবে সত্য বুকে চেপে রেখে গজল লিরিক্স | Sotteri Gaan Lyrics | Rajiya Risha 

Rajiya Risha
 

কি হবে সত্য বুকে চেপে রেখে গজল  অডিও mp3

Lyrics

কি হবে সত্য বুকে চেপে রেখে 

মিথ্যে যদি থাকে মুখে 

দাও ছড়িয়ে চারিদিকে 

সত্যেরই গান মুখে মুখে 

 

ঘুমিয়ে থাকা ঈমানটারে

যেগে এবার তুলতে হবে 

শত্রু যত হোক না রে বড়

এবার তাকে রুখতে হবে 

না হয় মরতে হবে হবে রে ভাই

দুঃখে দুঃখে

 

হও বলিয়ান ও নজোয়ান 

সাহস রাখো বুকে 

সত্য তোমার থাকবে বুকে 

সত্য চারই দিকে 

সত্য প্রকাশ কর মুখে 

সত্য চোখে চোখে

আরো বাংলা লিরিক্স >> সব কবিতার ছন্দ তুমি গজল লিরিক্স 

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Daily Visit –  https://rihulislam.com/

Leave a Reply