Oi Arosher Mehman Gojol Lyrics | ওই আরশের মেহমান গজল লিরিক্স | Rajiya Risha
ওই আরশের মেহমান গজল mp3
Lyrics
রাসুল আমার প্রাণের ছবি
রাসুল আমার মাশুক
এই আসেকান গাই তারই গান
তাতেই মেলে সুখ
রাসুল নামের প্রদীপ জ্বলে
এই না সৃষ্টি কুলে
এই আলোতে জগৎ ভাসে
পাখিরা সুর তোলে
রাসুল আমার প্রেমের মানুষ
রাসুল আমার সুখ
রাসুল প্রেমে আল্লাহ মশগুল
ওই আরশের মেহমান
রাসুল নামেই মুক্তি মিলে
মুশকিল হয়রে আসান
রাসুল আমার প্রাণেরই প্রাণ
রাসুল আমার সুখ
বাংলা গজর লিরিক্স>> মায়ের নতুন গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Daily Visit – https://rihulislam.com/